মুম্বই: ২০২০ সাল কেড়েছে তারকাকে। আজ প্রথম মৃত্যুবার্ষিকী ইরফান খানের। এই বছরই বড়পর্দায় পা রাখছেন ইরফান পুত্র বাবিল। ছেলের সঙ্গে অভিনয় করার ইচ্ছাপূরণ হয়নি ইরফানের। বাকি রয়ে গেল অনেক কিছুই। মৃত্যুবার্ষিকীকে বাবাকে নিয়ে বাবিলের লেখায় উপচে পড়ল আবেগ। সেইসঙ্গে পোস্ট করলেন পুরনো ছবি।


মুখে সেই পুরনো হাসি। নিজের টেবিল তৈরি করতে ব্যস্ত ইরফান খান। এই ছবিটাই জ্বলজ্বল করছে বাবিলের সোশ্যাল মিডিয়া ওয়ালে। সেইসঙ্গে বাবিল লিখেছেন, 'কেমো হয়তো শরীরের ভিতরটা পুড়িয়ে দেয়, কিন্তু তার ফলে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে শিখে যায় মানুষ। যেমন নিজের জন্য টেবিল বানিয়ে নেওয়া বা নিজের জার্নাল নিজেই লেখা। তোমার ভিতরের পবিত্রতা আমি হয়ত আজও উপলব্ধি করতে পারিনি। তুমি স্বয়ং সম্পূর্ণ বাবা। কেউ তোমার জায়গাটা নিতে পারবে না। তুমি আমার জীবনে পাওয়া সেরা বন্ধু, বাবা, সঙ্গী, ভাই.. সবকিছু। বাকি জীবনটা আমরা তোমায় লাইফ বলব। শাহজাহান-মমতাজের গল্পের থেকেও বেশি আমার তোমায় মনে পড়ে। তোমার জন্য আমি ব্ল্যাকহোলে একটা স্মৃতিসৌধ বানাব। সেখানে আমরা একসঙ্গে যাব, থাকব। হাতে হাত রেখে ব্ল্যাকহোলের রহস্য ভেদ করব আমরা।'


ইরফানের মৃত্যুর পর একাধিকবার সোশ্য়াল মিডিয়ায় বাবার কথা লিখেছেন পুত্র বাবিল। ভাগ করে নিয়েছেন পুরনো ছবিও। আর সেই ছবি দেখে আবেগে ভেসেছে তামাম নেটদুনিয়া। বাদ যাননি স্ত্রী সুতপাও। ইরফানের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।



২০২১ সালেই মুক্তি পাবে প্রয়াত অভিনেতা ইরফান খানের শেষ ছবি দ্য সং অফ স্করপিওন। প্যানরোমা স্পটলাইট এবং ৭০ এমএম নিবেদিত এবং কেএনএম প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে আবার দেখা যাবে ইরফানের চমক। শেষবারের মতো বড় পর্দায় ইরফানের অভিনয়ের স্বাদ নিতে পারবেন দর্শকরা। অনুপ সিংহ পরিচালিত এই ছবি তৈরি হয়েছে স্বাবলম্বী আদিবাসী মহিলার গল্পকে কেন্দ্র করে। ছবিতে ওই মহিলাকে নির্মম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে যাবে। মনে রাখার মতো চরিত্রে শেষবারের মতো দেখা যাবে অভিনেতাকে। পাশাপাশি দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানকে। সুইৎজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রথম দেখানো হবে বলে জানা গিয়েছে।