বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: চলতি মাসেই বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে ( BJP ) যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Abhijit Ganguly )। অতীতে তাঁকে অনেকেই বাম-মনস্ক বলে মনে করতেন। কিন্তু তিনি বিজেপি-তে যোগ দেওয়ায় প্রশ্ন ওঠে, কেন গেরুয়া শিবিরে, অন্য কোথাও কেন নয় ? তার উত্তরে অভিজিৎ বলেছিলেন, ' আমি ঈশ্বরে বিশ্বাস করি, তারা তো সেগুলো করে না', সিপিএমে যোগদান না করার প্রসঙ্গে এমনই যুক্তি খাড়া করছিলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার তিনি নিজের প্রচার কর্মসূচি শুরু করলেনও পুজো দিয়ে।
লোকসভা ভোটে জমজমাট লড়াই দেখতে চলেছে তমলুক। তৃণমূল তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তমলুকে ঘাসফুল শিবিরের হয়ে ব্যাক ধরছেন তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। আর বিজেপি অফিসিয়ালি প্রার্থীর নাম ঘোষণা না করলেও, রাজনৈতিক মহলে জল্পনা তমলুকে বিজেপির সম্ভাব্য় প্রার্থী সদ্য় বিচারপতির পদ থেকে স্বেছাবসর নেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই জল্পনার আবহেই মঙ্গলবার তমলুকে পৌঁছে ৫১ পীঠের মধ্যে অন্যতম সতীপীঠ বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তিনি।
ইতিমধ্যেই দেবাংশু ভট্টাচার্য প্রচার শুরু করেছেন মন্দির, মসজিদের দুয়ারে মাথা ঠুকে। নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। এলাকায় ঘুরে জনসংযোগ সারেন। এদিন সামশাবাদ মাজারেও যান দেবাংশু।
অন্যদিকে আবার, সতীপীঠ বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছন রেয়াপাড়ার শিবমন্দিরে। সেখানে আরতিও করেন! অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, পুজো দিলাম এখানে, এবার দল যা বলবে আমি সেটাই করব।
দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেই অভিজিৎ বলেছিলেন, ' আমার সঙ্গে অন্য দলের কোনও মিলমিশ হল না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিএম। আমি যেতে পারতাম। কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা (সিপিএম) তো সেগুলো করে না। হয়তো ভিতরে ভিতরে করে। কিন্তু বাইরে বলে, না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিকালি আমার কোনও মিলই হবে না। সেই পার্টিতে গিয়ে আমি কী করব?'
এখন বিজেপির দেখানো পথে মন্দিরে মন্দিরে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই জন সংযোগ করেন তিনি। এবার দেখার, কার ভক্তিতে কত শক্তি। তৃণমূল ইতিমধ্যেই ৪২ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি সামনে এনেছে বাংলার ২০ টি আসনে প্রার্থীর নাম। এখন সকলের অপেক্ষা জল্পনার সঙ্গে বিজেপির সেকেন্ড লিস্ট মেলে কি না।
আরও পড়ুন :