কলকাতা : এজলাস ছেড়ে এবার রাজনীতির ময়দানে নেমেছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ( Ex Justice Abhijit Gangopadhyay )।  একেবারে ভোটের ময়দানে ( Loksabha Election 2023 ) । গত ৭ মার্চ বিজেপিতে যোগ দেন  প্রাক্তন বিচারপতি। তাঁর এজলাস ছাড়ার ঘোষণার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া এসেছে সমাজের বিভিন্ন স্তর থেকে। কেউ বলেছেন, এমন মানুষদেরই রাজনীতিতে আসা দরকার, কেউ আবার বলেছেন, এভাবে তিনি চলে যাওয়ায় অনেক বিচারপ্রার্থী আশাহত হলেন। আর প্রত্যাশিত ভাবেই, প্রাক্তন বিচারপতির এই বিজেপি যোগ নিয়ে আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল। পাল্টা জবাব এসেছে গেরুয়া শিবির থেকেও।  কেন তিনি  অবসর নিচ্ছেন, কেন রাজনীতিতে, কেন পদ্মে, সবটাই তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমে। তবুও যেন প্রশ্ন তাঁর পিছু ছাড়ছে না। এবার উত্তর দিতে উদ্যোগী হলেন তিনি নিজেই। লম্বা পোস্ট করলেন নিজেই এক্স হ্যান্ডেলে। তিনি লিখলেন - 


'আমার জন্মস্থান, আমার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ, একসময় সংস্কৃতি, বাণিজ্য এবং সৃজনশীলতার কেন্দ্র হিসাবে খ্যাত ছিল। দক্ষিণের উর্বর গাঙ্গেয় সমভূমি থেকে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল, প্রকৃতির আশীর্বাদে পরিপূর্ণ এ রাজ্য। পশ্চিমবঙ্গের মানুষ সর্বদা ঐশ্বর্যের চেয়ে জ্ঞানের মহিমাকে প্রাধান্য দিয়ে এসেছে।


যাইহোক, বর্তমান রাজ্য সরকারের অপশাসন রাজ্যকে দুর্নীতিতে আচ্ছন্ন করে ফেলেছে। তা জীবনের প্রতিটি স্তরকে প্রভাবিত করেছে এবং সম্মিলিতভাবে রাজ্যের মর্যাদাকে টেনে নামিয়েছে।  একসময় এ রাজ্য ছিল শিল্পায়নের  কেন্দ্র,যার জন্য ছিল প্রচুর কর্মসংস্থান,  যা এ রাজ্যকে দেশের অন্যান্য অঞ্চলের থেকে আলাদা পরিচিতি দিত।  কিন্তু সেই রাজ্য এখন প্রচণ্ড আর্থিক চাপের মধ্যে রয়েছে। পরিযায়ী শ্রমিকরা হয়ে উঠেছেন এ রাজ্যের সবচেয়ে বড় রপ্তানির বস্তু।


TMC দলের নেতারা রাজ্যের  ইকোসিস্টেমটাকেই  দুর্নীতিগ্রস্ত করে তুলেছে।  রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা এবং যুব সমাজের ভবিষ্যতকে ধ্বংস করেছে।  বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা আর মাপকাঠি নয়, বরং আর্থিক সামর্থ্যই এখন  নির্ণায়ক। 


প্রোটোকল ও নিয়মাবলীর কারণে কারণে  উচ্চ আসনে বসে আমাকে অনেক ক্ষেত্রে নীরব দর্শক হয়ে থাকতে হয়েছে, যা আমার বিবেককে নাড়া দিচ্ছিল।  তাই আমি আমার পথ পরিবর্তন করেছি।  এবং এমন একটি  পদক্ষেপ করেছি, যার মাধ্যমে এখন আমি রাজ্যের নৈতিক, সাংস্কৃতিক ও আর্থিক অবক্ষয় বন্ধ করার লড়াইয়ে যোগ দিতে পেরেছি, যা দীর্ঘকাল ধরে রাজ্যকে জর্জরিত করেছে । '

এই পোস্টটে লেখার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , জেপি নাড্ডা সহ পদ্মশিবিরের সকলকে ট্যাগ করে ধন্যবাদও জানিয়েছেন। 


আরও পড়ুন :


আজ থেকেই হাওয়ায় হলকা ! ৪০ পেরিয়ে কোথায় কোথায় অসহনীয় হবে আবহাওয়া ?