কলকাতা: করোনা আবহে আজ, শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যরা। ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন একাধিক মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় সহ ক্যাবিনেটে মহিলা মন্ত্রীর সংখ্যা ৯। ক্যাবিনেট মন্ত্রী শশী পাঁজা। কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। শপথ গ্রহণের আগে কেঁদে ফেললেন রত্না দে নাগ। মহিলাদের মধ্যে নতুন মুখ শিউলি সাহা।
কোভিডকালে অনাড়ম্বর রাজ্য মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। ৭ মিনিটের মধ্যেই সম্পন্ন হয় শপথগ্রহণ অনুষ্ঠান। একসঙ্গে শপথ নিলেন পূর্ণ মন্ত্রীরা। একসঙ্গে শপথ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের। অন্যদিকে প্রতিমন্ত্রীরাও একসঙ্গে শপথ নেন। প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারাণী টুডু শপথ নেন। শপথ গ্রহণ করলেন শিউলি সাহা, ইয়াসমিন সাবিন, বীরবাহা হাঁসদা, জোৎস্না মান্ডি।
মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পেয়ে খুশি শিউলি সাহা। জঙ্গলমহলে কাজ করার চেষ্টা করব বলে জানালেন বীরবাহা হাঁসদা। মালদা জেলায় এবার উল্লেখযোগ্য ফল করেছে তৃণমূল। সেখানে মালদার উন্নয়নে কাজ করব বলে প্রতিশ্রুতি দিলেন নব নির্বাচিত মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
শিউলি সাহা বলেন, ‘দলের হয়ে কাজ করার সুযোগ আগেও পেয়েছি। তিনবার বিধায়ক হয়েছি। মন্ত্রিসভায় জায়গা পেয়ে আনন্দ হচ্ছে।’ বীরবাহা হাঁসদা বলেন, ‘নিজের এলাকার পাশাপাশি রাজ্যের প্রতি দায়িত্ব অনেক বেড়ে গেল। সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। জঙ্গলমহলে উন্নয়ন ২০১১ সাল থেকেই হয়ে আসছে। আরও সুন্দরভাবে কীভাবে কাজ করা যায়, তার চেষ্টা করব।’ অন্যদিকে সাবিনা ইয়াসমিন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দল পরিবর্তন করে নিজেকে প্রতিষ্ঠা করা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। মালদার উন্নয়নে আমি চেষ্টা করব।’ শপথ নিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, "মুখ্যমন্ত্রী আমাদের কাজ করার সুযোগ দিচ্ছেন। আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি তাঁর কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।"