কলকাতা ও নয়াদিল্লি: দ্বিতীয় দফার ভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ!উপ মুখ্য নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা ও রাজ্যের নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তকে সরানোর দাবিতে সরব বিরোধীদের! এই পরিস্থিতিতে ভোট-প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। নেতৃত্বে মুখ্য নির্বাচন আধিকারিক নাসিম জাইদি।
বৃহস্পতিবার কমিশনের তরফে এক বিবৃতি জানানো হয়েছে,রাজ্যে এসে সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলাশাসক, পুলিশ সুপার, স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ।
রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর, গত ১৫ মার্চ রাজ্যে আসে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সেবার রাজারহাটের একটি হোটেলে স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব, ডিজি, জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কমিশন কর্তারা। বৈঠকে নিরপেক্ষভাবে ভোট করা নিয়ে কড়া বার্তা দিয়েছিল কমিশন। এমনকী, আইনশৃঙ্খলা নিয়ে কমিশনের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ৪ পুলিশ সুপারকেও।
এসবের মধ্যেই বৃহস্পতিবার প্রথম দু দফার ভোটে কমিশনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি-কে চিঠি দিলেন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া।
এরআগে একই অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদিকে চিঠি দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
ভোটে সন্ত্রাসের অভিযোগ, ফের রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2016 03:40 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -