সোমনাথ দাস, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: ঘাটালে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। আর প্রচারের মাঝেই দেবকে দেখা গেল আর পাঁচজনের মতো মাটিতে বসে দুপুরের খাবার খেতে। শুক্রবার দাসপুরে ভোট প্রচারের শেষে নিমতলা রাস মন্দিরে সাধারণ মানুষের সঙ্গে মেঝেতে বসে মধ্যাহ্নভোজন সারলেন দেব।
ভোট প্রচারের একাধিক কর্মসূচি ছিল দেবের। ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রথমে ঘাটালে প্রচার সারেন। তারপরে দাসপুরে ভোট প্রচার করেন। তারপরে দাসপুরের নিমতলা গোপাল গোবিন্দ জীউর রাস মন্দিরে সাধারণ মানুষের সঙ্গে মেঝেতে বসে দুপুরের খাবার খান ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। কী ছিল মেনুতে? এদিন দেবের দুপুরের খাবারে মেনু ছিল নিরামিষ। ছিল আলুভাজা, বেগুনি, পোস্তবড়া, ফ্রায়েড রাইস, বাটার পনির, ভাত, ডাল, আলুপোস্ত, চাটনি, পাঁপড়, পায়েস, রাজভোগ।
দেবকে দেখতে ভিড় উপচে পড়ে উৎসাহীদের। অটোগ্রাফের আবদার করেন কেউ, কেউ আবার সেলফি তুলতে চান। দুপুরের খাবার সেরে মন্দিরে ভক্তদের আবদারও মেটান দেব।
দেবের রোড শো শেষ হয় ডেবরা অডিটরিয়ামে পৌঁছে। সেখানে একটি কর্মী সম্মেলন হয়। সেই সম্মেলনের মঞ্চ থেকে দেব বলেন, 'বাংলায় তৃণমূলের সংগঠন সবচেয়ে বেশি শক্তিশালী। আমাদের সংগঠনের ধারে কাছে কেউ নেই। তৃণমূলকে হারাতে পারে কেবল তৃণমূলই। ২০১৯ সালেই আমি এটা বুঝেছিলাম। সবাই পদ চায়, কর্মীরা শুধু সম্মান চায়। দলের সম্মানটাই আমাদের সবার সম্মান। ডেবরায় রাগ অভিমান ভুলে সবাই যদি এক জোট হয়ে লড়ে। আমার মনে হয় ডেবরার কেশপুরের চেয়েও বড় ব্যবধানে জেতানোর ক্ষমতা আছে।'
গতকাল দাসপুর ২ নম্বর ব্লকে প্রচার সেরেছিলেন দেব। সেখানে একাধিক গ্রামে গিয়ে প্রচার সারেন দেব। একাধিক মন্দিরে পুজো দেন। কৈজুড়িতে হরিনাম সংকীর্তণেও যোগ দিয়েছিলেন দেব। গতকালও তাঁর প্রচারে উপচে পড়েছিলেন উৎসাহীরা। তৃণমূলের কর্মী-সমর্থক যেমন ছিলেন, তেমনই দেবকে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু উৎসাহী ভক্তরা। গতকাল দাসপুরে দেব জানিয়েছিলেন তিনি ভোটে দাঁড়াতেন না। ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ভেবে এবং মুখ্যমন্ত্রীর জন্যই ভোটে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। দ্রুত ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজও হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত রোগী, জটিল অস্ত্রোপচারে নজির পুরুলিয়া মেডিক্যালে