কৃষ্ণেন্দু অধিকারী, পানাজি : গোয়ায় (Goa) প্রথম দফায় ১১ জনের প্রার্থীতালিকা (Candidate List) ঘোষণা করল তৃণমূল (TMC)। প্রার্থী তালিকায় রয়েছেন- গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েই, টিকিট পেলেন গোয়া ফরওয়ার্ড পার্টির এক প্রাক্তন নেতা।


গোয়ার ৪০টি বিধানসভা আসনের মধ্যে ১১টিতে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ১০টি আসন তারা মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ছাড়ছে। 


তৃণমূলের প্রথম এগারো জনের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন কংগ্রেস ছেড়ে আসা, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। যাঁকে সম্প্রতি রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন গোয়ার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী, NCP ছেড়ে আসা চার্চিল আলেমাও। ২০১৪ সালের লোকসভা ভোটে দক্ষিণ গোয়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন আলেমাও। সেবার তিনি হেরে যান। তারপরই তৃণমূল ছেড়ে ছেড়ে যোগ দেন NCP-তে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময় আবার NCP ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। এবার ফের বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করল তৃণমূল। 


তৃণমূল সাংসদ ও গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেন, গোয়ায় তৃণমূল প্রার্থী করেছে জগদীশ বোবেকে। যিনি মঙ্গলবারই কংগ্রেসের সহযোগী দল, গোয়া ফরওয়ার্ড পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দেন।


গোয়ায় কংগ্রেসে আগেই ভাঙন ধরিয়েছে তৃণমূল। তার মধ্যে লাভু মামলেদার ও অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেঙ্কোর মতো নেতারা আবার এর মধ্যে তৃণমূল ছেড়েও দিয়েছেন। এবার গোয়ায় কংগ্রেসের সহযোগী দল গোয়া ফরওয়ার্ড পার্টিতেও ভাঙন ধরাল তৃণমূল।


আরও পড়ুন ; গোয়ায় ভোটের ফল ত্রিশঙ্কু হলে কাকে সমর্থন আপের ? যা বললেন কেজরিওয়াল...


কংগ্রেস অবশ্য শুরু থেকেই অভিযোগ করছে, গোয়ায় বিরোধী ভোট ভাগ করে, আদতে বিজেপির সুবিধা করে দিতে চাইছে তৃণমূল। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়ায় কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা পি চিদম্বরম ট্যুইট করেন, আমার মূল্যায়ণ, AAP (এবং TMC) শুধুমাত্র গোয়ায় অ-বিজেপি ভোটকে ভাগ করতে পারবে। আর সেটাই নিশ্চিত করেছেন অরবিন্দ কেজরিওয়াল।


যদিও এব্যাপারে মহুয়া মৈত্র বলেন, চিদম্বরমকে একসঙ্গে জোট করব বলেছিলাম। ওরা বলেছে একা লড়বে। কে কার ভোট ভাঙছে চিদম্বরমের ভাবা উচিত। আমরা বলেছিলাম ইগো ছেড়ে একসঙ্গে লড়াই করি। ওরা বলেছে একা লড়ব।


সোমবারই ফের গোয়ায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সারাদিন দফায় দফায় দলীয় নেতৃত্ব এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে তিনি বৈঠক করেন। এদিনই গোয়ায় তৃণমূল, যুব তৃণমূল এবং মহিলা তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করা হয়। 


সমুদ্রপাড়ের এই রাজ্যে তৃণমূলের সহ সভাপতি করা হয়েছে সদ্য দলে দলে আসা, অভিনেত্রী নাফিসা আলিকে। 


এদিকে অভিষেকের গোয়া-যাত্রা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, শীতকালে ঘুরতে যাওয়ার পক্ষে ভাল। ঘুরে বেড়াবে, জায়গাটা উপভোগ করবে।


প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোট। ফল ঘোষণা ১০ মার্চ।