কলকাতা: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় রাজ্যপালকে (Governor Jagdeep Dhankar) নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। তৃণমূল (TMC) সাংসদের ট্যুইট, “কলকাতা পুরভোটের (Kolkata Municipal Corporation) Election) জন্য আপনি কেন কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইছেন? এবার আপনার ক্ষমতার সীমারেখাটা বোঝা দরকার। অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জন্য প্ররোচনা দেওয়াই আপনার আসল উদ্দেশ্য।’’ “আপনি এখনও দিল্লি বিজেপির চাকরিটা ছাড়েননি।’’ রাজ্যপালকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 


কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের  অবস্থান পুনর্বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় বাহিনীতে রাজ্য নির্বাচন কমিশনের দৃঢ় বিরোধিতা সুষ্ঠু ভোটের জন্য শুভ চিহ্ন নয়। ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। ট্যুইটারে তিনি লেখেন, "কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।''





 


 


কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে রাজভবনের উল্টো সুর রাজ্য নির্বাচন কমিশনের। সূত্রের খবর, গতকাল রাজ্য নির্বাচন কমিশন রাজভবনকে জানায়, কলকাতা পুরভোটে আপাতত দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর। রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। পুলিশ মোতায়েনের ফর্মুলায় আশ্বস্ত কমিশন। সেক্ষেত্রে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করাতে সমস্যা নেই। কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিল রাজভবনকে।  ২৩ হাজার পুলিশ দিয়ে পুরভোট হবে কলকাতায়। ২৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি, জানাল কমিশন। প্রতি বুথে থাকবে ২জন করে সশস্ত্র পুলিশ। আর এরপরই ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ঘনকড়। 


আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: ভোটের প্রচার মধ্যগগনে, ফিট থাকতে হালকা খাবারেই ভরসা রত্নার