শিবাশিস মৌলিক, পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর শুভেন্দুর সঙ্গে তমলুকে গিয়েছিলেন। তখনও তার নাম ঘোষণা হয়নি। এদিকে চব্বিশের ভোটে (Lok Sabha Elections 2024) মুদ্রার একপিঠে যদি থাকে সন্দেশখালি, তাহলে অন্যপিঠে 'নিয়োগ দুর্নীতি মামলা।' (Recruitment Scam) আর এই ইস্যুতে আলোচনার কেন্দ্র বিন্দুতে প্রথম থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। কারণ হাইকোর্টে (Calcutta High Court) বিচারকের পদে থেকে তিনি একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছিলেন। যদিও তারপর তিনি অবসরের সিদ্ধান্ত নেন। চাকরি ছেড়ে যোগ দেন বিজেপিতে। চব্বিশের ভোটে তাঁকেই তমলুকের বিজেপি প্রার্থী করেছে গেরুয়া শিবির।  প্রার্থী হওয়ার পর আজ ভোট প্রচারে গিয়ে ধর্ম নিরপেক্ষতার বার্তা দিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ( BJP Candidate Abhijit Gangopadhyay)।


আজ ভোট প্রচারে গিয়ে ধর্ম নিরপেক্ষতার বার্তা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়


মঙ্গলবারের পর বুধবার ফের  বিভিন্ন ধর্মীয় পীঠস্থানই হয়ে উঠল অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের ভোট প্রচারের অন্য়তম কেন্দ্র। এদিন ভোট প্রচারে গিয়ে মহিষাদল রাজবাড়ির গোপাল জিইউ মন্দিরে পুজো দিলেন  বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। গেলেন দারগায়। চড়ালেন চাদরও। মন্দির থেকে দারগা, ভারত সেবাশ্রম থেকে গান্ধী মূর্তি, প্রার্থী হয়ে প্রচারে নেমে ঠিক এইভাবেই ধর্ম নিরপেক্ষতার বার্তা দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 'তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, এই অঙ্গীকার আমি করলাম, ভারতবর্ষের সব মানুষ সংখ্য়াগুরু, সংখ্য়ালঘু তাঁদের পাশে আমি থাকব।' বিচারপতি হিসেবে পদত্য়াগ করার পর সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন তিনি। বাকি প্রার্থীদের মতোই ভোট পুজোয় মজেছেন একদা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।  


আরও পড়ুন, গার্ডেনরিচকাণ্ডে গাফিলতি কার ? পুর-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মেয়র


এবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়


দোরগড়ায় লোকসভা ভোট। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের উপস্থিতি ঘিরে উচ্ছ্বাস দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্য়ে। তাঁকে ঘিরে দফায় দফায় উঠতে থাকে জয় শ্রীরাম স্লোগান, হতে থাকে পুষ্পবৃষ্টি।কর্মী-সমর্থকদের নিয়েই এদিন ভারত সেবাশ্রমে যান অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এরপর মালা পরান গান্ধী মূর্তিতেও।বিচারপতি হিসেবে তিনি তকমা পেয়েছিলেন মাসিহার। বর্তমানে, রাজনীতির ময়দানে পা দিয়ে এক নতুন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের পরিচয় দিয়েছেন তিনি। সূত্রের খবর এবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এখন দেখার বিষয় তাঁর এই নতুন 'লুক' ঠিক কতখানি মনে ধরে মানুষের।