OnePlus Smartphones: এপ্রিল মাসের প্রথম দিনই ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ফোন। আগামী ১ এপ্রিল ওয়ানপ্লাস নর্ড সিই ৪ (OnePlus Nord CE 4) লঞ্চ হবে দেশে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গে আভাস দিয়েছেন। এই টিপস্টারের দাবি, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা হতে পারে। অন্যদিকে, এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা হতে পারে। যদিও এই দাম ওয়ানপ্লাস সংস্থা ঘোষণা করেনি। তাই ফোন লঞ্চের পর দাম এবং র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পরিবর্তন হতেই পারে। তবে অনুমান, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম এর আশপাশে হতে পারে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন। ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই৩ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল ২৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৮,৯৯৯ টাকা। 


এবার দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন সম্পর্কে এতদিনে কী কী জানা গিয়েছে



  • আগের মডেলের তুলনায় এই ফোনে বড় ব্যাটারি এবং দ্রুত গতিতে কাজ করবে এমন প্রসেসর ও দ্রুত গতির চার্জিং সাপোর্ট থাকবে। তবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনেরই মতো প্রায় একই ধরনের ডিসপ্লে থাকবে সাকসেসর মডেলে। ক্যামেরার ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। 

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে থাকবে ৬.৭ ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। 

  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপ। এর সঙ্গে ৮ জিবি ইনবিল্ট র‍্যাম যুক্ত থাকবে। এছাড়াও ভার্চুয়াল র‍্যামের সাহায্যে এর পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো যাবে।

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে থাকতে পারে ১০০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এক থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ২৯ মিনিটে, এমনই দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। 

  • এই ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এছাড়াও এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- পোকো এফ৬ ফোনে কেমন প্রসেসর থাকতে পারে? ক্যামেরা ফিচারই বা কেমন হতে পারে এই ফোনে?