আমদাবাদ: বিরোধী শিবিরে শুধু শরিক হয়ে থাকা নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে সরাসরি নরেন্দ্র মোদিকে টক্কর দেওয়াই লক্ষ্য। বিরোধী জোট নিয়ে টানাপোড়েনের মধ্যে সে কথা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি। সেই মতো গুজরাত থেকেই জমি দখলের তৎপর আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। লাগাতার গুজরাতে প্রচারে চালিয়ে যাচ্ছে তাঁর দল (Gujarat Assembly Election 2022)। বাড়ানো হচ্ছে জন সংযোগ।


গুজরাত থেকে সরাসরি দিল্লিতে লড়াই নিয়ে যেতে আগ্রহী কেজরিওয়াল


সেই ধারা বজায় রেখেই গুজরাতে আরও ২০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল আপ। গুজরাত বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার ষষ্ঠ প্রার্থিতালিকা প্রকাশ করল তারা। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৭৩ জন প্র্রাথীর নাম সামনে এনেছে তারা। ষষ্ঠ তালিকায় নাম রয়েছে পর্বত ভাগোড়িয়ার। তাঁকে সাতরামপুর থেকে প্রার্থী করা হয়েছে। দীনেশ মুনিয়াকে দাহোড়, বিরাল পাঞ্চালকে মঞ্চলপুর, মহেন্দ্র নবদিয়াকে উত্তর সুর, সমিত গামিতকে দং এবং রাজু মার্চাকে ভালসাড় থেকে প্রার্থী করা হয়েছে।


এ ছাড়াও, অম্বাভাই পটেলকে রপার, দলপত ভাটিয়াকে ভাদগাম, ভগৎ পটেলকে মেহসানা, চিরাগভাই পটেলকে বিজাপুর, রূপসিং ভগোড়াকে ভিলোড়া, চুন্নীভাই পটেলকে বায়াড়, অল্পেশ পটেলকে প্রান্তিজ, বিজয় পটচেলকে ঘাটলোড়িয়া, চেতন গজেরাকে জুনাগড় এবং ভূপত ভায়ানিকে ভিসাভাদাড় থেকে প্রার্থী করা হয়েছে। মণীশ পটেলকে প্রার্থী করা হয়েছে বোরসাড, গজেন্দ্র সিংহকে আঙ্কলাভ, অমরীশভাই পটেলকে উমরেথ এবং মনুভাই পটেলকে কাপাড়ভঞ্জ থেকে প্রার্থী করেছে আপ।


আরও পড়ুন: Himachal Pradesh Election 2022: গুজরাতকে গুরুত্ব দিতে গিয়েই কাল হল! আশা জাগিয়েও হিমাচলে ব্যাকফুটে আপ


এর আগে, রবিবার ১২ জন প্রার্থীর নাম-সহ পঞ্চম তালিকা প্রকাশ করে আপ। এর মধ্যে চারটি আসন তফসিলি উপজাতি এবং তফসিলি জাতির জন্য সংরক্ষিত। তাতে রাজেশ পান্ডোরিয়াকে ভুজ, জয়ন্তীভাই পরনামীকে উদার, অশোক গজেজাকে নিকোল, জসবন্ত ঠাকুরকে সবরমতী, সঞ্জয় ভাটসনাকে টাঙ্কারা, বালজিভাই মাকওয়ানাকে কোডিনার, রাবজিভাই বাঘেলাকে মাহুদায় প্রার্থী করেছে আপ।


তবে গুজরাতে নির্বাচনী প্রচারে তোড়জোড় শুরু করে দিলেও, বিতর্কেও জড়িয়েছে আপ। গুজরাতে দলের প্রধান গোপাল ইতালিয়া খোদ বিতর্ক বয়ে এনেছেন। সম্প্রতি একটি ভিডিওয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করতে শোনা যায় তাঁকে। এর আগে দিল্লি পুলিশ তাঁকে আটকও করে। জাতীয় মহিলা কমিশনও তাঁর প্রতি রুষ্ট।


যদিও গোপালের পাশেই দাঁড়িয়েছেন আপ নেতৃত্ব। দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া গোপালের আটক হওয়াকে বিজেপি-র রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও তলব করেন গোপালকে। মোদির বিরুদ্ধে তাঁর কটূক্তি লিঙ্গ বৈষম্যমূলক, নিন্দাজনক এবং  তাঁর মন্তব্যে নারীবিদ্বেষের ইঙ্গিতও মিলেছে বলে জানান রেখা।


গুজরাত বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়নি এখনও


এ বছরের শেষ নাগাদ গুজরাতে বিধানসভা নির্বাচন। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়ে গেলেও, গুজরাতে ভোটের দিন ক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।