গুয়াহাটি: আইএসএল মরসুমের (ISL 2022-23) প্রথম দুই ম্যাচেই কেরল ব্লাস্টার্স ও এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে ইস্টবেঙ্গল। আজ, তৃতীয় ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি (East Bengal vs North East United) স্টিভেন কনস্ট্যান্টাইনের দল। দুই ম্যাচে পাঁচ গোল হজম করতে হয়েছে লাল হলুদকে। তার ওপর ঐতিহাসিকভাবে নর্থ ইস্ট লাল হলুদের সামনে বরাবরই শক্ত গাঁট। তাই ক্লেইটন সিলভাদের সামনে লড়াইটা বেশ কঠিন। এরপরেই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পরের শনিবার খেলতে নামবে লাল হলুদ। তাই সেই বড় ম্যাচের আগে নিঃসন্দেহে জয়ে পেতে মরিয়া হবে ইস্টবেঙ্গল।


কবে আয়োজিত হবে ইস্টবেঙ্গল- নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ?


বৃহস্পতিবার, ২০ অক্টোবর আয়োজিত হবে এই ম্যাচটি।


কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল- নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচটি?


গুয়াহাটি ইন্দিরা গাঁধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হবে।


কোন চ্যানেলে খেলা দেখবেন?                                                                                                               


ইস্টবেঙ্গল-নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।                                                                                


মোবাইলে কোথায় দেখা যাবে?                                                                                                                          


লাল হলুদের এই ম্যাচটি মোবাইলে হটস্টার অ্যাপেও দেখা যাবে।                                                                 


ক'টা থেকে শুরু ম্যাচ? 


এটিকে ইস্টবেঙ্গল-নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচটি সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু হবে।


অতীতের ফলাফল


আইএসএলে দুই দল মুখোমুখি হয়েছে মোট চারবার। তবে ইস্টবেঙ্গল কখনও তাদের আজকের প্রতিপক্ষকে হারাতে পারেনি। নর্থইস্ট ইউনাইটেইড তিনটি ম্যাচ জিতেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। ২০২০-২১ মরশুমে প্রথম লেগে নর্থইস্ট ২-০ গোলে। সেইবার দ্বিতীয় লেগেও ফের গোলে ২-১ গোলে তারাই জয়ী হয়। গত মরশুমে প্রথম লেগে নর্থইস্ট ২-০-স্কোরলাইনে জেতে। অবশ্য ফিরতি লেগের ম্যাচ ১-১ ড্র হয়। তাই পুরনো ইতিহাস বদলে নতুন জয়গাথা রচনা করতে মরিয়া হয়ে মাঠে নামবেন লাল হলুদ ফুটবলাররা। 


আরও পড়ুন: প্রথম জয়ের খোঁজে নর্থ ইস্টের বিরুদ্ধে নামছে লাল হলুদ শিবির