নয়াদিল্লি: প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতেই। কিন্তু গুজরাতে যাবতীয় প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে বিজেপি। দুপুর সাড়ে ৩টে পর্যন্ত সেখানে ১৫৭ আসনে এগিয়ে ছিল বিজেপি (BJP)। কংগ্রেস (Congress) এগিয়েছিল মাত্র ১৬টি আসনে। আম আদমি পার্টি ৫ আসনে এগিয়ে ছিল।আনুষ্ঠানিক  ভাবে ঘোষণা না হলেও, গুজরাতে (Gujarat Assembly Election 2022 Result) সরকার গড়তে যাচ্ছে বিজেপি। ২০০২ সালে গুজরাত দাঙ্গার পর এ যাবৎ বিজেপি-র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭। ১৯৮৫ সালে কংগ্রেসের ১৪৯ আসনজয়ের লক্ষ্যমাত্রাও এ বার ছাড়িয়ে গেল বিজেপি। তাতে আপ্লুত গুজরাতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গুজরাতবাসীকেই জয়ের শ্রেয় দিয়েছেন তিনি।



এ দিন ট্যুইটারে শাহ লেখেন, 'এই ঐতিহাসিক জয়ের জন্য গুজরাতের মানুষকে অভিনন্দন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডার নেতৃত্বে এই অভূপূর্ব জয়ের জন্য অভিনন্দন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, রাজ্য সভাপতি সিআর পাটিল এবং গুজরাত বিজেরপি-র সব কার্যকর্তাদের'।


আরও পড়ুন: Gujarat Election 2022: ভবিষ্যতের নিরাপত্তা বিজেপি-র কাছেই, বললেন গুজরাতে দলের প্রার্থী হার্দিক


শাহ আরও লেখেন, 'গুজরাত অভূতপূর্ব রায় দিয়েছে. নরেন্দ্র মোদি জনকল্যাণ, উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, দিবাস্বপ্ন দেখিয়ে, তুষ্টিকরণের রাজনীতি করেন যাঁরা, তাঁদের প্রত্যাখ্যান করেছে গুজরাত। এই জয় বুঝিয়ে দিল, নারী, যুব, কৃষক সমাজ বিজেপি-র পাশে রয়েছে সর্বতো ভাবে'।



ট্যুইটারে শাহ আরও লেখেন, 'চিরকাল ইতিহাস রচনা করে এসেছে গুজরাত। বিগত দুই দশকে নরেন্দ্র মোদির নেতৃত্বে গুজরাতে উন্নয়নের সব রেকর্ড ভেঙে দিয়েছে বিজেপি। আর আজ বিজেপি-কে দু'হাত ভরে আশীর্বাদ করেছে গুজরাত, সব রেকর্ড ভেঙে দিয়েছে উন্নয়নের মডেলই মানুষের আস্থা অর্জন করেছে'।


বিগত ২৭ বছর ধরে গুজরাত বিজেপি-র দখলে, আরও এক বার প্রত্যাবর্তন


বিগত ২৭ বছর ধরে গুজরাত বিজেপি-র দখলে। আরও একবার সেখানে ক্ষমতায় ফিরল তারা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টে পর্যন্ত গুজরাতে ১৫৮ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৬ আসনে। ৪ আসনে এগিয়ে আম আদমি পার্টি।