নয়াদিল্লি: আর কদিন পরেই গুজরাতের মসনদে লড়াই। খোদ নরেন্দ্র মোদির রাজ্য। প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। এবার নিজের রাজ্যে ভোট প্রচারে গেলেন নরেন্দ্র মোদি। সোমবার গুজরাতে সোমনাথ মন্দিরেও যান নরেন্দ্র মোদি।  সোমনাথ মন্দিরের ট্রাস্ট্রের চেয়ারম্যান পদেও রয়েছে নরেন্দ্র মোদি। সৌরাষ্ট্র থেকে সুরাত পর্যন্ত অন্তত আটটি অনুষ্ঠানে যোগ নরেন্দ্র মোদির।


মন্দিরে পুজো:
এদিন সোমনাথ মন্দিরে পুজো দিতে দেখা যায় নরেন্দ মোদিকে। নিজে হাতে পুজো করেন তিনি। আসনে বসে পুজো করতে দেখা যায় তাঁকে। মন্দিরে তাঁর যাওয়ার খবর শুনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। সেখানে তাঁর সমর্থকদের দিকে হাত নাড়তেও দেখা যায় নরেন্দ্র মোদিকে।    
মন্দিরে পুজো দেওয়ার পর পুরোদস্তর নির্বাচনী প্রচারের মুডে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌরাষ্ট্র এলাকার ভেরাভল (Veraval), ধোরারজি (Dhorarji), আমরেলি (Amreli) এবং বোটাড় (Botad)-এ চারটি মিছিলে যোগ নরেন্দ্র মোদির। 






গত বিধানসভা নির্বাচনে এই সৌরাষ্ট্র এলাকা থেকে একটি আসনও জিততে পারেনি বিজেপি। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখল করলেও কংগ্রেসের গড় হিসেবে পরিচিত সৌরাষ্ট্র এলাকায় আসন পেতে ব্যর্থ হয়েছিল বিজেপি। ফলে এবার সেই এলাকায় কংগ্রেসের দুর্গ ভেঙে নিজেদের ঝুলিতে আসন আনতে চেষ্টায় খামতি রাখছে না পদ্ম শিবির। 


আগামীকালও সভা:
আগামীকাল, সুরেন্দ্রনগর, ভারুচ এভং নাভসারিতে তিনটি সভা রয়েছে নরেন্দ্র মোদির। ভোট প্রচারের পাশাপাশি, গুজরাতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে রদ্ধদ্বার বৈঠক করারও কথা রয়েছে নরেন্দ্র মোদির।

এদিন 'নর্মদা বাঁচাও' আন্দোলন নিয়ে কংগ্রেসকে নিশানা করেন নরেন্দ্র মোদি।  ভারত জোড়ো যাত্রায় রাহুল গাঁধীর সঙ্গে যোগ দিয়েছেন মেধা পাটেকর। তা নিয়ে এদিন কংগ্রেসকে নিশানা করেন মোদি।মোদি নর্মদা বাঁচাও আন্দোলন কর্মী মেধা পাটকরের নাম না করে অভিযোগ করেন, উনি তিন দশক ধরে নর্মদা বাঁধ প্রকল্পে থমকে রেখেছেন। রবিবার গুজরাতের রাজকোট জেলার ধোরাজি শহরে এক সভায় বক্তব্য রাখেন মোদি। তাঁর বক্তব্য, নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মাণে দেরি হচ্ছে কারণ অনেকেই এটাকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করছেন।  


আরও পড়ুন:  আরও একটি বিমানবন্দর, উত্তর-পূর্ব ভারতে অগ্রাধিকার, বার্তা নরেন্দ্র মোদির