নয়াদিল্লি: ভারতের পরিকাঠামো ক্ষেত্রে নতুন পালক। উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে দনিই পোলো (Donyi Polo) বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এটি অরুণাচল প্রদেশের চতুর্থ অপারেশনাল বিমানবন্দর হতে চলেছে। এর ফলে উত্তর-পূর্বে ভারতে বিমানবন্দরের সংখ্যা দাঁড়াল ১৬টি।
২০১৯-এ শিলান্যাস:
২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার উদ্বোধনের পরে বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'যাঁরা বলেছিলেন বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্বাচনী চমক, এটা তাঁদের প্রতি যোগ্য বার্তা।'
কী বললেন প্রধানমন্ত্রী:
অরুণাচল প্রদেশে এখন কোনও নির্বাচন নেই। নির্বাচন চলছেও না। তাঁর সরকার সবসময় অরুণাচল প্রদেশের উন্নতি নিয়ে ভাবে বলে জানান তিনি। তিনি বলেন, 'আগে সীমান্ত এলাকার প্রত্যন্ত গ্রামগুলিকে শেষ গ্রাম হিসেবে দেখা হত। আমাদের সরকার এই গ্রামগুলিকে দেশের প্রথম গ্রাম হিসেবে দেখি। উত্তর-পূর্ব ভারতে উন্নয়নকে আমাদের সরকার গুরুত্ব দেয়। ভ্রমণ হোক বা বাণিজ্য। টেলিকম হোক বা বস্ত্র, ড্রোন পরিকাঠামো হোক বা কৃষি কিংবা বিমানবন্দর। উত্তর পূর্ব ভারতেৎ উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিই।' প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১৯৪৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত উত্তর পূর্ব ভারতে মাত্র ৯টি বিমানবন্দর তৈরি হয়েছিল। তিনি বলেন, 'গত ৮ বছরে উত্তর পূর্ব ভারতে আরও ৭টি বিমানবন্দর তৈরি হয়েছে। এই বিমানবন্দর অরুণাচল প্রদেশের ইতিহাস ও সংস্কৃতির অঙ্গ হয়ে উঠবে।'
দীর্ঘদিনের দাবি:
দীর্ঘদিন ধরেই ইটানগরের জন্য বিমানবন্দরের দাবি জানিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। ২০০৫ সালেই একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। অবশেষে ২০১৯ সালে সেই বিমানবন্দরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। কোভিড মহামারির মধ্যেই কাজ চালিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে প্রায় সাড়ে ছশো কোটি টাকা খরচ করে এই বিমানবন্দর তৈরি করা হয়েছে। এই বিমানবন্দরে সবচেয়ে ব্যস্ত সময়ে ৩০০ যাত্রী ব্যবহার করতে পারবেন। যে কোনও আবহাওয়ার ব্যবহার করা যাবে এটি। ২.৩ কিলোমিটার লম্বা এই বিমানবন্দরের রানওয়ে।
নামের মানে কী?
স্থানীয় ভাষায় Donyi মানে সূর্য এবং Polo মানে চাঁদ। সূর্য ও চাঁদের প্রতি সেখানকার স্থানীয় বাসিন্দাদের সম্মানের কথা মাথায় রেখেই এই বিমানবন্দরের নাম করা হয়েছে Donyi Polo Airport.
আরও পড়ুন: 'সাভারকার-মন্তব্যে ভারত জোড়ো যাত্রার ইতিবাচক দিক নষ্ট', রাহুলকে সতর্ক করলেন রাউত