মাদুরাই: সোমবার ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে আগাম জামিন পেলেন মাক্কাল নিধি মইয়াম-এর প্রতিষ্ঠাতা কমল হাসান। দিন কয়েক আগেই তামিলনাড়ুর আরাভাকুরুচিতে এসে মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসে-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এই তারকা রাজনীতিক। তিনি বলনে, “স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী ছিলেন একজন হিন্দু। তার নাম নাথুরাম গডসে। আর সেখান থেকেই সন্ত্রাসের শুরু।”


আরাভাকুরুচিতে কমল হাসানের এই বক্তব্য নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। বিজেপি সহ তামিলনাড়ুর সরকারে থাকা এআইডিএমকে এবং বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে সরব হয়। এমনকী তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়। তামিলনাড়ু ও নয়াদিল্লি - এই দুই জায়গাতেই কমল হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় আগাম জামিন পেলেন তিনি।

সোমবার হাই কোর্টের মাদ্রাজ বেঞ্চের বিচারপতি আর পুগালেনধি কমল হাসানের জামিন মঞ্জুর করে বলেন, “মৌলবাদী কিংবা চরমপন্থী, সন্ত্রাসী যেই হোক, তাকে জাত-পাত, ধর্ম, ভাষা, দিয়ে বিচার করা যায় না। একজন অপরাধী হয় তার আচরণে। জন্মগতভাবে কেউ সন্ত্রাসী হয় না।” তিনি আরও বলেন, “কোনও ঐতিহাসিক ঘটনা হলেও, সেটা যদি না যথাযথভাবে ব্যবহার করা হয়, তাহলে সেটাও অপরাধ।” এরপর রাজনীতিকদের উদ্দেশে কিঞ্চিত ভর্ৎসনার সুরেই বিচারপতি বলেন, ইদানীংকালে ঘৃণ্য বক্তৃতা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ের উদাহরণ টেনে এনে তিনি বলেন, কয়েকদিন আগেই হিন্দু দেবতা কার্তিকের সঙ্গে একটি কুকুরের তুলনা করেন এক মহিলা। আদালত তাকে আগাম জামিন দিয়েছে। মাস কয়েক আগে ভগবান শ্রীকৃষ্ণকে ধর্ষক বলে মন্তব্য করা হয়েছে। এই প্রসঙ্গেই, সংবাদমাধ্যমেরও সমালোচনা করেন বিচারপতি। ঘৃণ্য বক্তব্যকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিচারপরপতি। আদালত জানায়, যেহেতু এখনও পুরোপুরিভাবে ভোটপর্ব মেটেনি এবং কমল হাসান একজন সরকারি নথিভুক্ত রাজনৈতিক দলের নেতা, তাঁর জামিন মঞ্জুর করা হল। কমল হাসান তাঁর পিটিশনে আদালতকে জানায়, তিনি নাথুরাম গডসেকে চরমপন্থী বলেছেন। হিন্দুরা চরমপন্থী, সে কথা বলেননি।