নাগপুর: মোদির হয়ে এবার সরাসরি প্রচারে অভিনেতা বিবেক ওবেরয়। নিজের ছবির পোস্টার লঞ্চে এসে নাম না করে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে। নাগপুরে ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরিকে পাশে বসিয়ে বিবেক বলেন, “২৩ তারিখ আসছে। ওনার (নরেন্দ্র মোদি) সময় আসবে। শাহজাদা, (রাহুল গাঁধী) আপনাকে বলতে চাই, এখন হবে ন্যায়।”





এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদিকে ‘কর্মযোগী’ বলেও মন্তব্য করেছেন বিবেক। প্রশংসা করেছেন গডকরিরও। তাঁর কথায়, “তাঁরা দুজনেই প্রকৃত অর্থে কর্মযোগী। বিগত ৫ বছরে দেশের আমূল বদল হয়েছে। ৫০ বছরে যা হয়নি এই ৫ বছরেই তা হয়েছে। গোটা বিশ্বে ভারতের সম্মান বাড়িয়েছেন মোদিজি। আমার মনে হয়, এখন থেকে বাবার নামে নয়, কাজেই হবে পরিচয়।”


এদিন বিরোধীদেরও একহাত নিয়েছেন বিবেক। নির্ধারিত সময়ে ছবি রিলিজ না করতে পারার জন্য বিরোধী শিবিরকেই দায়ী করেছেন তিনি। তবে এখন আর কেউ আটকাতে পারবে না, কমিশনের নির্দেশ অনুযায়ী ২৩ তারিখ ভোটের ফলাফল বেরিয়ে যাবার পরদিনই মুক্তি পাবে বহুপ্রতিক্ষিত ছবি ‘পিএম নরেন্দ্র মোদি’।