ধর্মশালা: ভোটগ্রহণ মিটে গিয়েছে। ফলাফল প্রকাশের দিকে তাকিয়ে সকলে। তার মধ্যেই ভোটযন্ত্রের কারচুপি (EVM Tampering) ঘিরে মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা। তার জন্য হিমাচল প্রদেশে (Himachal Pradesh Assembly Elections) স্ট্রংরুমের বাইরেই তাঁবু খাটিয়ে অবস্থানের সিদ্ধান্ত কংগ্রেসের (Congress)। তাদের এই পদক্ষেপে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি (BJP)।
স্ট্রংরুমের বাইরে ভোটযন্ত্র পাহারায় কংগ্রেস
নির্বাচনে ভোটযন্ত্র তথা ইভিএম যন্ত্রে কারচুপির অভিযোগ নতুন নয়। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনেও নতুন করে সেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। কোথাও কোনও ফাঁক-ফোকর যাতে না থাকে, তার জন্য় নানহানে স্ট্রং রুমের বাইরে তাঁবু খাটিয়ে (Congress Tent) অবস্থান করছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। তা নিয়েই শুরু হয়েছে তরজা।
সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন হিমাচলে বিজেপি-র রাজ্য শাখা। তাদের দাবি, ফলাফল প্রকাশের আগে স্ট্রং রুমের ২০০ মিটার এলাকায় প্রবেশের অধিকার নেই কোনও দলের। সেই নিরিখে স্ট্রংরুমের বাইরে তাঁবু খাটিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করছে কংগ্রেস। অবিলম্বে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।
শুধু তাই নয়, স্ট্রংরুমের বাইরে বসে থেকে কংগ্রেস খোদ ইভিএম বিকৃত করে সুফল তুলতে চাইছে বলেও দাবি বিজেপি-র। রাজ্য নির্বাচন কমিশনকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে বিজেপি।
হিমাচলে বিজেপি-র নির্বাচন বিষয়ক সহ-আহ্বায়ক দীনেশ চৌহান জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে খবর পেয়েছেন তিনি। কংগ্রেসের লোকজন সব জায়গায় স্ট্রংরুমের বাইরে তাঁবু খাটিয়ে থাকছেন, যেখানে কিনা ইভিএম রাখা হয়েছে। সেখানে অবাধে ঘোরাঘুরি করছেন কংগ্রেস-কর্মী সমর্থকরা। কোনও বিধি-নিষেধ মানছেন না।
বিজেপি-র এই অভিযোগ যদিও উড়িয়েছে কংগ্রেস। তাদের দাবি, ইভিএম কারচুপি রোখাই তাদের উদ্দেশ্য। স্ট্রংরুম থেকে দূরত্ব রেখেই তাঁবু খাটিয়েছে তারা। তাতে বিজেপি-ই বেকায়দায় পড়েছ, তাই এ নিয়ে আপত্তি জানাচ্ছে বলে দাবি কংগ্রেসের।
আগামী ৮ ডিসেম্বর ভোটগণনা হিমাচলে
গত ১২ নভেম্বর বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে হিমাচলে। আগামী ৮ ডিসেম্বর সেখানে ভোটগণনা রয়েছে। এ যাবৎ পালা করে হিমাচলে ক্ষমতায় থেকেছে কংগ্রেস এবং বিজেপি। এ বার সেখানে প্রথম বার পা রেখেছে আম আদমি পার্টিও।