কেশপুর: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘাটালে বিজেপি-র প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। কেন্দ্রীয় বাহিনীকে (Central Forces) কোথাও দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন তিনি। হিরণের দাবি, রাতে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলকে জেতাতে কেশপুর এবং আনন্দপুরের দুই ওসি তৎপর হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। কমিশন যদিও অভিযোগ অস্বীকার করেছে। (Hiran Chatterjee)


শুধুমাত্র শাসকদলই নয়, পঞ্চম দফায় ভোটগ্রহণের সময় থেকে বিজেপি-র প্রার্থীরাও বিভিন্ন সময়ে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। শনিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ শুরু হলে আবারও একই অভিযোগ তুললেন হিরণ। তাঁর বক্তব্য, "আমি তো সারারাত ধরে আনন্দপুর, কেশপুর ঘুরে বেড়িয়েছি। কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। তাঁরা স্কুলের ভিতর বসে খাওয়াদাওয়া করছিলেন এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন।" (Keshpur News)


তৃণমূলকে জেতানোর দায়িত্ব পুলিশ কাঁধে তুলে নিয়েছে বলেও দাবি করেন হিরণ। তাঁর কথায়, "কেশপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় এবং আনন্দপুর থানার ওসি সানি, এরা দু'জনে মিলে তৃণমূলকে জেতাতে দায়িত্ব নিয়ে সারারাত ধরে আণাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কাল কেশপুর, আনন্দপুরে বোমার বৃষ্টি হচ্ছিল।" "ম্যাচ ফিক্সিং হয়েছে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে" বলেও দাবি করেন হিরণ।


শপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে বলেও, অভিযোগ করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। গ্রামে এজেন্টদের বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসান তিনি। "তৃণমূলের লোক এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আপনারা কোথায় ছিলেন", বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন হিরণের। কেন্দ্রীয় বাহিনী কোনও ভাবে তাঁর এজেন্টকে সাহায্য় করেনি বলে অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন: Abhijit Ganguly News: 'ভাইপোর নির্দেশে সন্ত্রাস পুলিশের', মারাত্মক অভিযোগ অভিজিতের, সকাল সকাল বেরিয়ে পড়লেন রাস্তায়


ষষ্ঠ দফায় ভোটগ্রহণের জন্য রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে আটটি কেন্দ্রে। তার পরও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন বিজেপি-র প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি-র তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও।


সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। সেই আবহেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু নিষ্ক্রিয়তার অভিযোগ খারিজ করে দিয়েছেন কমিশন। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী রয়েছে বুথে, যেখানে তাদের থাকার কথা। বাইরে রয়েছে কুইক রেসপন্স টিম। দেখা না মেলার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে কমিশন।