রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা:  উৎসবের আবহের মাঝেই পৃথক ছবি দক্ষিণ ২৪ পরগনায়। লোকসভা ভোটের আগে (Lok Sabha Polls 2024) ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। জেলবন্দি আরাবুল ইসলামের খাস তালুক পোলেরহাট থানা এলাকার সাতুলিয়ায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও ISF কর্মীরা। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। ISF-এর অভিযোগ, গতকাল তাঁদের বুথ সভা চলাকালীন কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মী, সমর্থকরা। চলে মারধর। ISF কর্মীরাই আক্রমণ করেছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। পোলেরহাট থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ (Police)।


 দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত ভাঙড়। আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় মাথা ফাঁটল একাধিক জনের। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ। দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে ছড়াল ব্যাপক উত্তেজনা। দুপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক। আইএসএফের দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিল তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফের কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে।মারধরের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


লোকসভা ভোটের দেওয়াল লেখাকে কেন্দ্র করে ফের একবার অশান্ত হয়ে উঠল ভাঙড়। অভিযোগ, একে অপরের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ান তৃণমূল ও ISF কর্মীরা। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। দেওয়াল তুমি কার? লোকসভা ভোটের দেওয়াল লেখা ঘিরে ফের একবার তপ্ত হয়ে উঠল ভাঙড়। সরাসরি সংঘর্ষে জড়াল তৃণমূল-ISF দু'পক্ষ। হাতাহাতি, মারধরের জেরে কারও ফাটল মাথা। আবার কারও হাত কেটে ঝরল রক্ত। পঞ্চায়েত নির্বাচনের সময় বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়! সংঘর্ষ, বোমাবাজি থেকে খুন- বাদ যায়নি কিছুই। 


এবার লোকসভা নির্বাচনের মুখেও ভাঙড়ে ফিরল সেই উত্তেজনার চেনা ছবি। রীতিমতো খণ্ডযুদ্ধে জড়ায় তৃণমূল ও ISF। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, এলাকায় গিয়ে যুযুধান দু'পক্ষকে সামলাতে হয় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনীকে।ISF-এর অভিযোগ, দেওয়ালে তাঁদের নাম দিয়ে চিহ্নিত করা থাকলেও তা মুছে ফেলে নিজেদের প্রার্থীর নাম লেখা শুরু করে তৃণমূল।ISF কর্মী মহম্মদ আলি আকবর মোল্লা বলেন, আমাদের যে দেওয়ালগুলোয় ISF বলে লেখা ছিল, সেগুলো মুছে দিয়ে লিখছে। 


আরও পড়ুন,' তৃণমূলের রংবাজি দরকার হয় না..', তাপসের পাল্টা কুণাল


ভাঙর (২) পঞ্চায়েত সমিতি  তৃণমূল নেতা ও সদস্য খায়রুল ইসলাম বলেন,মহিলাদের লেলিয়ে দিয়ে ইট পাথর ছোড়া এবং বচসার সৃষ্টি করে। অকথ্য ভাষায় মহিলারা গালিগালাজ করে। আমাদের ৪-৫জন ছেলেকে বেধড়ক মারধর করে। ISF কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে ভাঙড়ে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, ISF-এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে। রক্ত ঝরিয়ে লড়েছে। আজকে তাঁদের যদি রক্ত ঝরে, তাঁদের পাশে এসে দাঁড়াব না!একশোবার দাঁড়াব। আমরা সব একসাথে আছি। তৃণমূল যদি এটা শুরু করে, তাহলে ওদের বুঝতে হবে, এর যদি প্রত্যাঘাত আসবে, সেইটা ওদের পক্ষেও অসুবিধা।