সোমনাথ মিত্র, গুড়াপ: কলকাতার জনগর্জন সভা থেকে হুগলি লোকসভার (Loksbha Election 2024) তৃণমূল কংগ্রেস প্রার্থী (Hooghly TMC Candidate Rachana Banerjee) হিসেবে 'দিদি নম্বর ওয়ান' (Didi number One) খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধায়ের নাম ঘোষণা করেছিল ঘাসফুল (TMC) শিবিরের শীর্ষ নেতৃত্ব। তারপর থেকেই হুগলি বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে নিজেকে তাঁদের ঘরের মেয়ে হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছেন রচনা। কখন পাণ্ডুয়ায় প্রচার করতে গিয়ে রাস্তার ধারে বসে থাকা ঘুগনি বিক্রেতার কাছ থেকে ঘুগনি খেয়ে তাঁর হাতে রান্নার প্রশংসা করছেন। সিঙ্গুরে গিয়ে সেখানকার দই খেয়েও প্রশংসায় হয়ে উঠছেন পঞ্চমুখ। তাঁর সেই মন্তব্যের মিম ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়াতে।
শনিবার ধনেখালি বিধানসভার গুড়াপে নির্বাচনী প্রচার (election campaigning) বেরিয়ে আদিবাসী মহিলাদের (Tribal women) সঙ্গে নৃত্য (dance)পরিবেশন করতে দেখা গেল হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে নাচ পা মেলালেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রও। টিভির পর্দায় এতদিন যাঁকে দেখে এসেছেন সেই রচনাকে নিজেদের সঙ্গে নাচতে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় আধিবাসী মহিলারাও। সাদরে বরণ করে নেন তৃণমূল কংগ্রেসের লোকসভে প্রার্থীকে।
আরও পড়ুন: Lok Sabha Elections 2024: ভারতের নির্বাচনে বিঘ্ন ঘটাতে চিনের হাতিয়ার AI, সতর্ক করল মাইক্রোসফ্ট
আজ সকালে প্রথমে ধনেখালি বিধানসভার গুড়াপে শীতলা মাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রচনা বন্দ্যোপাধ্যায়।। পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জনসংযোগ সারেন তিনি। তারপর আদিবাসীদের সঙ্গে হাতে হাত ধরে স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে সঙ্গে নিয়ে ধামসা মাদলের তালে কোমর দোলালেন রচনা। অন্যান্য জায়গার মত ধনেখালিতেও তারকা প্রার্থীকে দেখতে মানুষের ভিড় উপচে পড়ে।
আদিবাসীদের সঙ্গে ধামসা মাদলের তালে নাচার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল প্রার্থী বলেন, "দারুণ লাগল। প্রত্যেক দিন একটা আলাদা আলাদা নতুন অনুভূতি হচ্ছে। প্রত্যেকদিন সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে আছি খুব ভালো লাগছে।"
আরও পড়ুন: Loksabha Election 2024: অবাধ ও সুষ্ঠু ভোট করানোর উদ্যোগ, নির্বাচনে AI প্রযুক্তির ব্যবহার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।