সোমনাথ মিত্র, সিঙ্গুর : পঞ্চম দফায় ভোট রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে । তার আগে চলছে জোরদার প্রচার। গতকালই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে এসে তাঁকে জেতানোর আবেদন জানিয়ে গিয়েছিলেন। এদিন রবিবাসরীয় প্রচারে নামলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাপাসহাঁড়িয়া অঞ্চলের উগারদহ সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। মন্ত্রী বেচারাম মান্নাকে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে প্রচার করেন তিনি।কাঁপাসহাড়িয়া পঞ্চায়েতের পাশাপাশি পাঁচঘড়া, বেগমপুর একসঙ্গে তিনটি পঞ্চায়েত এলাকায় প্রচার চালান রচনা। প্রচারের মাঝে মধ্যে গাড়ি থামিয়ে ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগও করেন তৃণমূল প্রার্থী। পুষ্প দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান গ্ৰামবাসী।


গতকাল আদি সপ্তগ্রামের সভায় রচনার সমর্থনে তৃণমূলনেত্রী বলেন, "রচনা দিদি নম্বর ওয়ান করে এত জনপ্রিয়। ও তো দাঁড়াতেই চাইছিল না। রচনা দাঁড়াও না। একজন-দু'জন দুষ্টু হতে পারে। মিষ্টিও তো হতে পারে। কয়েক জন দুষ্টুর জন্য় অন্য়রা...রচনাকে শেষ পর্যন্ত রাজি করালাম। রাজি যখন করালাম আপনারা কি ওকে ভোটটা দেবেন না। আদি সপ্তগ্রামে শুনলাম বিজেপি আর সিপিএম একটু বাড়াবাড়ি করছে।"


আগের দিন ভোট চাইতে লোকাল ট্রেনে উঠে পড়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে চড়েন রচনা। চন্দননগরে নামার আগে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। মূলত অফিস যাত্রীদের কথা ভেবেই ট্রেনে প্রচার বলে দাবি করেন রচনা। এর আগে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও ট্রেনে চড়ে প্রচার করেছিলেন। গতকাল রচনার সঙ্গে সেলফি তোলেন অনেকেই। চন্দননগর হাসপাতালের এক মহিলা চিকিৎসক গান শোনান। ট্রেনেই রচনার সঙ্গে দেখা হয় তাঁর রিয়েলিটি শোয়ের এক প্রতিযোগীর। রচনার সঙ্গে ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।


প্রসঙ্গত, অভিনয় জগৎ থেকে রিয়েলিটি শো হয়ে একেবারে রিয়েল ভোটযুদ্ধ। আর ময়দানে নেমেই চালিয়ে খেলতে গিয়ে ঝড় তুলেছেন বিতর্কের। শুধু তাই নয়, জিতলে টেলিভিশনে তাঁর অনুষ্ঠানে যে হুগলির মানুষ আগে ডাক পাবেন এই আশ্বাসও দিয়েছেন। এই বিতর্ক এবং বিরোধীদের কটাক্ষের মধ্যেই গত ২৯ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।