কলকাতা: সপ্তম দফার ভোটের দিনই একসঙ্গে বসলেন I.N.D.I.A জোটের শরিকরা। ৪ জুন ভোটগণনা, সেদিনের কৌশল ঠিক করতেই এদিন বৈঠকে I.N.D.I.A জোট। বৈঠকের পরে বড়সড় দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।


I.N.D.I.A জোটের প্রায় সব শরিক থাকলেও এদিনের বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল ও পিডিপি। পিটিআই সূত্রের খবর, এদিনের বৈঠকে কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিআইএম, সিপিআই, ডিএমকে, জেএমএম, আপ, আরজেডি, শিব সেনা (UBT), এনসিপি (শরদ পওয়ার) শিবির উপস্থিত ছিল। মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে ১ জুন বিকেলে বৈঠক হয়। 


তৃণমূল প্রধান ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন এই বৈঠকে তাঁরা যোগ দিতে পারবেন না কারণ রাজ্যে ভোটগ্রহণ চলবে। অন্যদিকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ব্যক্তিগত কারণের কথা বলে এ দিনের বৈঠকে যোগ দেননি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 'আমি যেতে পারব না কারণ আমার মায়ের চোখে অস্ত্রোপচার হবে।'


কারা যোগ দিলেন বৈঠকে?
বিরোধী দলগুলির মধ্যে শরদ পওয়ার, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, অনিল দেশাই, সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, সঞ্জয় সিংহ, রাঘব চাড্ডা, চম্পাই সোরেন, কল্পনা সোরেন, টি আর বালু, ফারুক আবদুল্লা, ডি রাজা এবং মুকেশ সাহানি উপস্থিত ছিলেন। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, কেসি বেণুগোপাল।    


 






ডিএমকে নেতা এমকে স্ট্যালিন X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ৪ জুন ভারতে নতুন ভোর শুরু হবে। 


পিটিআই সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়্গে আগেই জানিয়েছিলেন যে এ দিনের বৈঠক ভোটগণনার প্রস্তুতি নিয়েই ছিল। গণনার দিন ইভিএম নিয়ে কী ধরনের সতর্কতা নিতে হবে এবং ফর্ম ১৭সি নিয়ে আলোচনা ছিল। 


এদিন বৈঠকের পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, I.N.D.I.A জোট এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ২৯৫-এরও বেশি আসনে জিতবে। আগামীর সরকার I.N.D.I.A জোটই তৈরি করবে বলে দাবি করেছেন খাড়্গে।                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাংলায় বড় চমক! সি ভোটারের সমীক্ষায় বাজিমাত বিজেপির