কলকাতা : ভোটযুদ্ধ শেষ। এবার গণনার পালা। মুখিয়ে শুধু রাজনীতির জগতের মানুষেরাই নন, দেশবাসীরও। কারণ, আগামী পাঁচ বছর কাদের নেতৃত্বে দেশ চলবে তা নিয়ে উৎসাহ-আগ্রহ থাকবে বৈকি আপামর দেশবাসীর। এই আবহে সপ্তম দফার ভোট শেষ হতেই সামনে আসছে একের পর এক সংস্যার বুথ ফেরত সমীক্ষার। আর সেইসব সমীক্ষার অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরাজ্যে সবথেকে বড় দল হতে চলেছে বিজেপি। তবে, একটি সংস্থা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছে। Lok Sabha Election 2024
কোন সমীক্ষায় কী উঠে এল ?
এ রাজ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূল ১৩-১৭টি আসন পেতে পারে এবং বাম-কংগ্রেস জোটের ঝুলিতে যেতে পারে ১-৩টি আসন। বলছে সি ভোটার সমীক্ষা।
PEOPLES INSIGHT, POLSTRAT-এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ২৪টি আসন পেতে পারে তৃণমূল। ১৭টি আসন পেতে পারে বিজেপি এবং কংগ্রেসের ঝুলিতে আসতে পারে মাত্র ১টি আসন।
CNX-এর সমীক্ষা বলছে, তৃণমূল কংগ্রেস জিততে পারে ১৪ থেকে ১৮টি আসনে। বিজেপির ঝুলিতে যেতে পারে ২২ থেকে ২৬টি আসন এবং কংগ্রেস জিততে পারে ১ থেকে ২টি আসনে।
JAN KI BAAT এর সমীক্ষা অনুযায়ী, ১৬ থেকে ১৮টি আসনে জিততে পারে রাজ্যের শাসক দল। অন্যদিকে, বিজেপির ঝুলিতে যেতে পারে ২১ থেকে ২৬টি আসন। কংগ্রেস পেতে পারে ২টি আসন।
TODAY'S CHANAKYA বলছে, গতবারে থেকে ৫টি আসন কম পেতে পারে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, ২০১৯-এর লোকসভা ভোটে তারা পেয়েছিল ২২টি আসন। এবার সেই সংখ্যাটা কমে হতে পারে ১৭টি। অন্যদিকে, আগের বারের থেকে আসন বাড়তে চলেছে বিজেপির। এবার তাদের ঝুলিতে আসতে চলেছে ২৪টি আসন। কংগ্রেস পেতে পারে ১টি আসন।
NEWS 18POLL HUB এর সমীক্ষা অনুযায়ী, ১৮ থেকে ২১টি আসন পেতে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, এই সমীক্ষাতেও ইঙ্গিত আগের বারের থেকে অল্প হলেও কম আসন পাবে রাজ্যের শাসক দল। বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪টি আসন এবং বাম-কংগ্রেসের ঝুলিতে শূন্য।
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বড়সড় চমক দেখা যেতে পারে রাজ্য় রাজনীতি। গতবার ২২টি আসনে জিতেছিল তৃণমূল। এবার কমে তারা পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন। বিজেপি ১৮ থেকে বেড়ে একলাফে পৌঁছে যেতে পারে ২৩ থেকে ২৭টি আসনে। বাম-কংগ্রেসের জোট ১টি থেকে সর্বোচ্চ ৩টি আসন পেতে পারে।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২টি আসন। বিজেপি জিতেছিল ১৮টিতে। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ২টি আসন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।