লখনউ: লোকসভা নির্বাচনের আগে প্রিয়ঙ্কা গাঁধী কংগ্রেসে যোগ দিলেও, তাতে বিজেপি-র ফলে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, প্রিয়ঙ্কাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। এমনকী, উত্তরপ্রদেশে সপা-বসপা জোট নিয়ে আশঙ্কার কিছু দেখছেন না আদিত্যনাথ। তাঁর দাবি, ইতিমধ্যেই এই জোটে মতানৈক্য দেখা যাচ্ছে।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কংগ্রেস এবার প্রিয়ঙ্কাকে দলের সাধারণ সম্পাদক করে পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়েছে। তাঁকে কীভাবে ব্যবহার করা হবে, এটা ওদের দলের অভ্যন্তরীণ বিষয়। এর আগেও তিনি কংগ্রেসের হয়ে প্রচার করেছেন। এবারও তিনি দলের তারকা প্রচারক। এতে কোনও প্রভাব পড়বে না।’
সমাজবাদী পার্টির সঙ্গে বহুজন সমাজ পার্টির জোট প্রসঙ্গে আদিত্যনাথ বলেছেন, ‘এটা মিথ্যা সতর্কতা ছাড়া আর কিছুই নয়। বিজেপি-র আশঙ্কার কোনও কারণই নেই। সপা-বসপা জোটে ইতিমধ্যেই মতপার্থক্য দেখা গিয়েছে। যে দল ও ব্যক্তির হাতে দেশ নিরাপদ থাকবে এবং উন্নতি হবে, মানুষ তাকেই ভোট দেবে। অকারণে সংশয় ও সতর্কতা তৈরির চেষ্টা চলছে।’
মায়ানমার সীমান্ত ও পাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার অভিযানের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়েছেন আদিত্যনাথ। তাঁর দাবি, মোদির বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বে অন্যতম শক্তিধর রাষ্ট্র হয়ে উঠেছে ভারত।
প্রিয়ঙ্কা এলেও লোকসভা ভোটে বিজেপি-র ফলে কোনও প্রভাব পড়বে না, দাবি আদিত্যনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Mar 2019 09:28 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -