বাকু (আজারবাইজান): আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ভল্ট বিভাগের ফাইনালে ফের হাঁটুতে চোট পেলেন দীপা কর্মকার। প্রথম ভল্টের সময়ই তিনি চোট পান। ফলে দ্বিতীয় ভল্ট দিতেই পারেননি। এই চোটের কারণে দোহায় আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপেও যোগ দিতে পারবেন না দীপা। ফলে আগরতলার এই জিমন্যাস্টের ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের স্বপ্ন বড় ধাক্কা খেল।

ভারতীয় জিমন্যাস্টিকস ফেডারেশনের সহ-সভাপতি রিয়াজ ভাটি জানিয়েছেন, ‘আজ ফাইনালের আগেই দীপার হাঁটুতে সমস্যা ছিল। গতকাল ওর হাঁটুতে ব্যথা ছিল। তবে ফিজিও সেই ব্যথা কমিয়ে দেন। আজ প্রথম ভল্টের পর ল্যান্ড করার সময় ফের চোট পায় দীপা। ও আর দ্বিতীয় ভল্টের চেষ্টা করেনি। বাকু বিশ্বকাপে ওর দৌড় শেষ হয়ে গিয়েছে। দোহা বিশ্বকাপেও যোগ দেবে না দীপা। ও দেশে ফিরে আসবে। এশিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়াই এখন ওর লক্ষ্য।’

অলিম্পিকের যোগ্যতা অর্জন করার জন্য বাকু ও দোহা বিশ্বকাপে পদক জয় জরুরি ছিল। কিন্তু চোট পেয়ে সেটা করতে পারলেন না দীপা। যদিও তাঁর অলিম্পিকের যোগ্যতা অর্জনের বিষয়ে এখনও আশাবাদী ভাটি।