অমেঠি: উত্তরপ্রদেশের অমেঠিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁরা দু’জনেই কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেন।

গতকাল রাহুল যে পথে রোড শো করে মনোনয়ন পেশ করেন, আজ সেই পথেই রোড শো করেন স্মৃতি। তাঁর সঙ্গে ছিলেন স্বামী জুবিন ইরানিও। একটি মন্দিরে পুজো দিয়ে রোড শো শুরু করেন স্মৃতি। মনোনয়ন পেশ করার পর তিনি রাহুলকে আক্রমণ করে বলেন, অমেঠির কোনও উন্নয়ন হয়নি। কংগ্রেস সভাপতি এই কেন্দ্রে অনুপস্থিত। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ঘনিষ্ঠদের বাসভবনে আয়কর হানা নিয়েও রাহুলকে আক্রমণ করে স্মৃতি বলেন, ‘কমলনাথের এক ঘনিষ্ঠর বাড়ি থেকে ২৮০ কোটি টাকা পাওয়া গেলেও, রাহুল গাঁধী এখনও পর্যন্ত নীরব। তাঁর নীরবতাই বাস্তব ঘটনা প্রমাণ করছে।’

কংগ্রেস সভাপতিকে আক্রমণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাহুল গাঁধীর অমেঠির জন্য সময় নেই। আমি অনেকবার তাঁর কাছ থেকে উন্নয়নের পরিকল্পনা চেয়েছি, কিন্তু তিনি দেননি। যখনই আমার সঙ্গে স্মৃতি ইরানির দেখা হত, তিনি অমেঠির উন্নয়ন ও এখানকার মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার কথা বলতেন। আমি আত্মবিশ্বাসী, এবার বোন (স্মৃতি) এখান থেকে সাংসদ হলে অমেঠির সব দিক থেকে উন্নতি হবে। গতবার হেরে যাওয়ার পরেও স্মৃতি ইরানি অমেঠির উন্নয়নের জন্য চেষ্টা করছেন। যেটা এখানকার বর্তমান সাংসদের মধ্যে দেখা যায়নি। তাই আমি এখানে বলতে এসেছি, স্মৃতির জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করবে।’