লন্ডন: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ক্রিকেটীয় মহারণ। ৩০ মে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে ৫ মে, দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। আর তার ঠিক ১০ দিন পরই ভারত মুখোমুখি হবে তার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের।
বিলেতি পরিবেশে শেষবার যখন ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছিল, ট্রফি হাতছাড়া হয়েছিল বিরাটদের। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সরফরাজদের কাছেই হেরেছিল বিরাটরা। সেই স্মৃতি মাথায় রেখেই কী এবার বিশ্বকাপে নামবে ভারত? বিরাট অবশ্য বলছেন, এটা তার কাছে আর পাঁচটা ম্যাচের মতোই। পাকিস্তান ম্যাচকে আলাদা করে দেখার মতো কিছু নেই। তবে ভারত অধিনায়ক মানছেন, ভারত-পাকিস্তান ম্যাচের আবহ বদলে দেয় দর্শক। আর সেকারণেই অন্যান্য ম্যাচের তুলনায় চাপ বেড়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচে।
‘মিট দ্য ক্যাপটেন্স’ অনুষ্ঠানে এসে বিরাট বললেন, “আমাদের কাছে এটা অন্য আর পাঁচটা ম্যাচের মতোই। দলগতভাবে আমাদের জিততে হবে। হ্যাঁ এটা সত্যি, এই ম্যাচে মাঠের আবহ অন্যরকম থাকে। তবে মাঠে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটা পেশাদারিত্বে বদলে যায়।” বিরাটের এই বক্তব্যের সঙ্গে সহমত হয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদও। ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে তিনি বলেছেন, বিরাটের মতো তাঁর উত্তরও একই। আলাদা করে কিছু বলার নেই।