নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে বড় চমক। জেডিএস-এর অন্যতম শীর্ষ নেতা দানিশ আলি বিএসপি-তে যোগ দিলেন। বিএসপি নেতা সতীশ চন্দ্র মিশ্রর উপস্থিতিতে দলে যোগ দিলেন দানিশ। তিনি উত্তরপ্রদেশের অমরোহা থেকে ভোটে লড়াই করতে চান।
উল্লেখ্য, কর্নাটকে বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ও জেডিএসের মধ্যে জোট গঠনের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দানিশ। ভোটের আগে জেডিএস ও বিএসপি-র জোটের ব্যাপারেও আলাপ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডিএসের জাতীয় মহাসচিব ছিলেন দানিশ। লোকসভা ভোটের আগে তাঁর দলত্যাগ জেডিএসের পক্ষে ক্ষতিকর হতে পারে। জোটের ব্যাপারে কংগ্রেসের সঙ্গে আলোচনাই হোক বা বিরোধী দলের নেতাদের সঙ্গে কথাবার্তা-সব ক্ষেত্রেই জেডিএস সভাপতি দেবগৌড়া ও কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সঙ্গে দেখা যেত তাঁকে।
ভোটের আগে দেবগৌড়া ঘনিষ্ঠ দানিশ আলি জেডিএস ছেড়ে যোগ দিলেন বিএসপি-তে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2019 03:30 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -