বর্ধমান: লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন বর্ধমানে দিলীপ ঘোষকে দেখে 'জয় বাংলা' ধ্বনি উঠল। দিলীপকে দেখে তৃণমূল 'জয় বাংলা' ধ্বনি তোলে বলে অভিযোগ সামনে আসে। যদিও তৃণমূলের দাবি, এলাকায় তীব্র যানজট তৈরি হলে ওই ধ্বনি তোলেন কেউ। এই ঘটনায় জোড়াফুল শিবিরকে কটাক্ষ করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ। তাঁর দাবি, নিজের দলের প্রার্থীকে না পেয়ে তাঁকে দেখে উৎসাহিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা। পাশাপাশি, বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। (Dilip Ghosh)


সোমবার ভোট চলাকালীন বর্ধমানের রাজগঞ্জের বাজারে পৌঁছন দিলীপ। স্থানীয় বিধায়ক এবং তাঁর সহযোগীরা বিজেপি কর্মীদের প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি। যিনি হুমকি পেয়েছেন বলে অভিযোগ, তাঁর সঙ্গেই তিনি দেখা করতে যান দিলীপ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। দিলীপ জানান, মানুষ যাতে ভোট দিতে না যান, সেই জন্য ভয় দেখানো হচ্ছে। (Lok Sabha Elections 2024)


আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথাও বলেন দিলীপ। আর সেই সময়ই তাঁকে দেখে তৃণমূল কর্মীরা 'জয় বাংলা' ধ্বনি দেন বলে অভিযোগ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ বলেন, "বাকি জীবনটা বাংলাদেশে কাটবে। আমি তো ভাল বলেই মনে করছি। ওদের কোনও নেতা আসেন না। আমাদের লোকেরা 'জয় শ্রীরাম' বলে, কেউ 'জয় হিন্দ' বলেন। আমাকে দেখলে ওরা উৎসাহ পেয়ে 'জয় বাংলা' বলে। মজার জিনিস।"


আরও পড়ুন: Sandeshkhali Situation: তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা, সন্দেশখালিতে গ্রেফতার ৪ বিজেপি কর্মী


যে বা যাঁরা 'জয় বাংলা' ধ্বনি তোলেন বলে অভিযোগ, তাঁদের কাছে জানতে চাওয়া হয়, দিলীপকে দেখেই কি ওই ধ্বনি তোলা হয়? প্রশ্নের উত্তরে তাঁরা জানান, "সেটা দিলীপ ঘোষই বলতে পারবেন। জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান। দিলীপ ঘোষকে দেখে নয়, যানজট হলেই এই স্লোগান তোলা হয় এখানে, তাতে যানজট কেটে যায়।"


তবে এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায়। বর্ধমান-দুর্গাপুরে  বিজেপি-র প্রার্থী দিলীপ। সকাল থেকে বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকায় ঘুরছেন তিনি। দিলীপকে দেখে প্রায় সর্বত্রই জমায়েত চোখে পড়ে। সেই সময়ই দিলীপকে দেখে রাজগঞ্জ বাজারে আজ 'জয় বাংলা' ধ্বনি শোনা যায়। ওই ধ্বনি ওঠার পর বিজেপি কর্মীদের মধ্যেও উত্তেজনা ছড়ায়। তবে বড় কোনও অশান্তি বাধেনি।