কলকাতা: বিধায়ক থাকাকালীনই দলের তারকা নেত্রীর উপর গুরুদায়িত্ব তৃণমূলের। লোকসভা নির্বাচনে এবার মেদিনীপুরে তাদের প্রার্থী জুন মালিয়া। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে মুখোমুখি লড়াই জুনের। আগামী ২৫ মে, ষষ্ঠ দফায় মেদিনীপুরে ভোটগ্রহণ, তার আগে নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা জমা দিলেন জুন। (June Maliah Assets)
কমিশনে জুন জানিয়েছেন, গত পাঁচ অর্থবর্ষে তাঁর আয় ছিল যথাক্রমে ৮ লক্ষ ১১ হাজার, ১০ লক্ষ ১ হাজার, ৮ লক্ষ ২৩ হাজার, ৮ লক্ষ ৩৬ হাজার এবং ১৩ লক্ষ ২৩ হাজার টাকা। গত পাঁচ বছরে স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের কত আয় ছিল, তাও জানিয়েছেন জুন, যা হল, যথাক্রমে২৪ লক্ষ ১৪ হাজার, ২৭ লক্ষ ৩৭ হাজার, ৩০ লক্ষ ৪৯ হাজার, ৩৪ লক্ষ ৭৩ হাজার এবং ২৫ লক্ষ ৯৯ হাজার টাকা। জুনের নামে কোনও অপরাধ মামলা নেই। (June Maliah Affidavit)
এই মুহূর্তে জুনের হাতে নগদ ২২ হাজার ৫৩৫ টাকা রয়েছে। স্বামী সৌরভের হাতে রয়েছে ২৭ হাজার ৯৫৪ টাকা। গড়িয়াহাট HSBC ব্যাঙ্কে জুনের ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা রয়েছে। SBI অ্যাকাউন্টে ৬ লক্ষ ২২ হাজার টাকা রয়েছে। নির্বাচনী খরচ-খরচা বাবদ সুজাগঞ্জের SBI ব্যাঙ্কে ২৬ হাজার টাকা রয়েছে জুনের। HDFC ব্যাঙ্কে সৌরভের ৪ লক্ষ ২৫ হাজার টাকা রয়েছে।
একনজরে জুনের সম্পত্তির খতিয়ান-
- স্থাবর- ১ কোটি ১৩ লক্ষ ২০ হাজার টাকা
- অস্থাবর- ১ কোটি ৪২ লক্ষ ৪২ হাজার ৬৭৫ টাকা
- ঋণ- ৭২ লক্ষ ১৩ হাজার ৮৯১ টাকা
স্বামী সৌরভের সম্পত্তি-
- স্থাবর- ১ কোটি ৫০ হাজার টাকা
- অস্থাবর- ২ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৯৯ টাকা
- ঋণ- ১ কোটি ৭ লক্ষ ৬ হাজার ৮৪৬ টাকা
আরও পড়ুন: Hiranmoy Chatterjee: ‘মনে রাখবেন, আমার নাম...’ সবংয়ে থানার OC-কে ধমক হিরণের
শেয়ার বাজারে মোটা টাকা বিনিয়োগ করেছেন জুন। Godrej Consumer Products-এ ১১ লক্ষ ৯ হাজার ৯৭০ টাকা বিনিয়োগ রয়েছে তাঁর। জুনের স্বামী সৌরভ বিনিয়োগ করেছেন High Life Event Management-এর শেয়ারা। পাশাপাশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে তাঁর। HDFC-তে জুনের ২১ লক্ষ, ১০ লক্ষ ৫০ হাজার, ৯ লক্ষ, ৭ লক্ষ এবং ১৪ লক্ষ টাকার টাকার জীবন বিমা রয়েছে। আদিত্য বিড়লা, TATA AIG, HSBC-তে বিমা রয়েছে যথাক্রমে ৫ লক্ষ, ১২ লক্ষ এবং ৮ লক্ষ টাকার। HDFC-তে ১৬ লক্ষ ৪১ হাজার এবং ৪০ লক্ষ টাকার বিমা রয়েছে সৌরভের। ২০ লক্ষ টাকার বিমা আদিত্য বিড়লায়, TATA AIG-তে ১৭ লক্ষ, ১৫ লক্ষ, ৩১ হাজার ও ১ লক্ষ ৫০ হাজার টাকার বিমা রয়েছে। PPF রয়েছে ১০ লক্ষ ৫৪ হাজার টাকার।
নিজের গাড়ি নেই বলে জানিয়েছেন জুন। সৌরভের রয়েছে Toyota Fortunet, যার দাম ৩৮ লক্ষ ৫৬ হাজার টাকা। মোট ৩ লক্ষ ৬০ হাজার ৬৮৫ টাকার সোনা রয়েছে বলে জানিয়েছেন জুন। জুনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ ৪২ হাজার ৬৭৫ টাকা। সৌরভের ২ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৯৯ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।
কলকাতার পিকনিক গার্ডেনে স্বামী সৌরভের সঙ্গে যৌথ সম্পত্তির উল্লেখ করেছেন জুন। পাশাপাশি বালিগঞ্জ সার্কাস অ্যাভেনিউয়ে একটি ফ্ল্যাট রয়েছে তাঁর। সেগুলির বর্তমান বাজারমূল্য যথাক্রমে ১ কোটি ১৯ লক্ষ ৩২ হাজার ৪৮৪ টাকা এবং ৬০ লক্ষ টাকা। জুনের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৩ লক্ষ ২০ হাজার টাকার, সৌরভের ১ কোটি ৫০ হাজার টাকার।
জুন এবং সৌরভ যৌথ ভাবে ব্যাঙ্ক থেকে ৭২ লক্ষ ১৩ হাজার ৮৯১ টাকার গৃহঋণ নিয়েছেন। গাড়ি কিনতে ১৮ লক্ষ এবং ১৬ লক্ষ টাকার ঋণ নেন সৌরভ। জুনের নেওয়া ঋণের পরিমাণ ৭২ লক্ষ ১৩ হাজার ৮৯১ টাকা। সৌরভ মোট ১ কোটি ৭ লক্ষ ৬ হাজার ৮৪৬ টাকার ঋণ নিয়েছেন।