নয়াদিল্লি: অভিনয়ের থেকে বিতর্কের জন্যই বর্তমানে বেশি পরিচিত কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার রাজনীতিতে পদার্পণ করলেন অভিনেত্রী। জল্পনা সত্যি কপরে বিজেপি-র হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করলেন তিনি। কঙ্গনার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। শীঘ্রই অভিনেত্রী প্রচার অভিযান শুরু করবেন বলে জানা গিয়েছে। (Lok Sabha Elections 2024)


রবিবার লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থিতালিকা প্রকাশ করেছে, তাতেই হিমাচলের মান্ডিতে কঙ্গনাকে প্রার্থী করা হয়েছে। টিকিট পাওয়ার পর সোশ্য়াল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। তিনি লেখেন, 'আমার প্রিয় ভারত এবং ভারতীয় জনতার নিজের দল বিজেপি-র প্রতি সর্বদা নিঃশর্ত সমর্থন রয়েছে। আজ বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেছে। নিজের জন্মস্থান হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে আমাকে।  দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মাথা পেতে নিলাম। আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দিতে পারে অত্যন্ত অনন্দিত বোধ করছি। দলের সম্পদ হয়ে উঠতে এবং নির্ভরযোগ্য জনসেবক হওয়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ'।



আরও পড়ুন: Dilip Ghosh: ছাড়তে রাজি ছিলেন না তিনি, তার পরও বদলাল কেন্দ্র, দিলীপের মেদিনীপুরে এবার অগ্নিমিত্রা


আনুষ্ঠানিক ভাবে এযাবৎ পদ্মপতাকা হাতে তুলে নিতে দেখা যায়নি কঙ্গনা। তবে একাধিক বার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং বিজেপি-র সমর্থনে গলা চড়িয়েছেন তিনি। নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরাগী ঘোষণা করেছেন আগেই। তাই বিজেপি-র প্রার্থিতালিকায় কঙ্গনার নাম সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। কঙ্গনার সমর্থকরা তো বটেই, বিজেপি সমর্থকরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কঙ্গনার রাজীনীতে পা রাখার সিদ্ধান্তে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। 


কঙ্গনা যদিও আগেই জানিয়েছিলেন, রাজনীতিতে পা রাখতে আগ্রহী তিনি। তবে একরকম বাধ্য হয়েই তাঁকে রাজনীতির ময়দানে নামতে হল বলেও মনে করছেন কেউ কেউ। বিগত কয়েক বছরে অভিনয়ের চেয়ে বিতর্কের জন্যই বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা। হালফিলে মুক্তি পাওয়া তাঁর একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তাই রাজনীতিতেই আপাতত কঙ্গনা সাফল্য খুঁজছেন বলে মত তাঁদের।