কলকাতা: কলকাতা পুরভোটে ঝরল রক্ত। কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) ফের বোমাবাজির অভিযোগ। শিয়ালদায় (Sealdah) ৩৬ নম্বর ওয়ার্ডে টাকি বয়েজ স্কুলের (Govt Sponsored Multipurpose School For Boys Taki House) সামনে দফায় দফায় উত্তেজনা। এবার শিয়ালদহ টাকি স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে গুরুতর জখম হন এক ভোটার। এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক। সূত্রের খবর আহত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। 


বুথ থেকে ঢিল ছোড়া দূরত্বে এই বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনা প্রসঙ্গে ডিসিইএসডি জানান, " কীভাবে এই ঘটনা ঘটল? কার এই ঘটনার সঙ্গে জড়িত তার তার তদন্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ২টি বোমা ফেটেছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে।'' এই মুহূর্তে শিয়ালদহের রাস্তায় প্রচুর পুলিশবাহিনী। উল্লেখ্য, সকাল থেকেই এই অঞ্চলে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। একে অন্যের দিকে আঙুল তোলে তৃণমূল এবং কংগ্রেস। 


বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজি। বুথের সামনে পড়ল ২টি বোমা। বাম-কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল প্রার্থী শচীন সিংহর। বোমাবাজির রাজনীতিতে বিশ্বাসী নই, দাবি সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষের। পুলিশকে ঘটনাস্থলে যেতে নির্দেশ কমিশনের। এলাকায় রুটমার্চ পুলিশের। অন্যদিকে, বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের।তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বোমাবাজির প্রমাণ মেলেনি, দাবি পুলিশের।


অন্যদিকে, ৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনেও উত্তেজনার ছবি দেখা যায়। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস প্রার্থীর এজেন্টের। কংগ্রেস নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের। 


বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬। এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি  উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২। 


আরও পড়ুন: KMC Election 2021: বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! কাঠগড়ায় বিজেপি