Jobs In IHM Kolkata: কলকাতার হোটেল ম্যানেজমেন্ট সংস্থায় বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। জেনে নিন কীভাবে করবে আবেদন।


Institute of Hotel Management Kolkata Jobs: ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলকাতা (IHM)-এ লোয়ার ডিভিশন ক্লার্ক, হিন্দি ট্রান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনলাইনে এই পদগুলির জন্য আগামী ৮ জানুয়ারির মধ্যে করতে হবে আবেদন।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের কোম্পানির ওয়েবসাইটে যোগায়োগ করতে হবে।


IHM Kolkata Recruitment:কোন পদে কত নিয়োগ ?


অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকটর-৮টি পদ


Jobs In IHM Kolkata: শিক্ষাগত যোগ্যতা
এই পদে ক্যাটাগরি-1-এর জন্য: চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে হসপিটালিটি/ট্যুরিজম বা এমবিএ-তে স্নানকোত্তর। ও হোটেল অ্যাডমিনিস্ট্রেশন / হসপিটালিটি ম্যানেজমেন্ট / হোটেল ম্যানেজমেন্ট / হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন /কালিনারি আর্টস / কালিনারি সায়েন্সে ন্যূনতম 55% নম্বর বা সমতুল্য গ্রেডে ফুল টাইম ডিগ্রি / তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের NCHMCT দ্বারা পরিচালিত পরীক্ষায় নির্ধারিত নম্বর সহ NHTET-এর যোগ্য হতে হবে।


ক্যাটাগরি-2-এর জন্য: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে হসপিটালিটি/হোটেল অ্যাডমিনিস্ট্রেশন/হোটেল ম্যানেজমেন্ট/ কালিনারি আর্ট ফুল টাইম স্নাতক ডিগ্রি ও ন্যূনতম 55% নম্বর ও কমপক্ষে 2 বছরের হসপিটালিটি ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। এছাড়াও প্রার্থীদের NCHMCT দ্বারা পরিচালিত পরীক্ষায় নির্ধারিত নম্বর সহ NHTET-এর যোগ্য হতে হবে।


IHM Kolkata Recruitment: বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স কোনওভাবেই ৩৫ বছরের ঊর্ধে হলে হবে না।


Jobs In IHM Kolkata: লোয়ার ডিভিশন ক্লার্ক-৪টি পদ
শিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাশ ও কম্পিউটারে প্রতি মিনিটে 40টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।হিন্দি টাইপিংয়ের জ্ঞান, ইংরেজিতে দক্ষতা ও কম্পিউটার অভিজ্ঞতা থাকা প্রার্থীর ক্ষেত্রে বাঞ্ছনীয়।
বয়স সীমা- এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ২৮ বছরের বেশি হলে চলবে না।


IHM Kolkata Recruitment: হিন্দি ট্রান্সলেটর-১টি পদ


শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আবশ্যিক বিষয় হিসাবে ইংরেজি-সহ হিন্দিতে স্নানকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে।অথবা প্রার্থীদের আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় বা পরীক্ষার মাধ্যম হিসাবে হিন্দি সহ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে।অথবা আবেদনকারীদের হিন্দি বা ইংরেজি ছাড়া অন্য যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।


Jobs In IHM Kolkata: বয়স সীমা- এই ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫-৪০ বছরের মধ্যে হতে হবে।


IHM Kolkata Recruitment: কীভাবে আবেদন করবেন ? 
চাকরিপ্রার্থীদের অনলাইনে Institute of Hotel Management (IHM), Kolkata — https://ihmkol.org  ওয়েবসাইটে গিয়ে যোগ্যতার প্রামাণ্য নথি দিয়ে আবেদন করতে হবে। আগামী ৮ জানুয়ারির মধ্যে করতে হবে এই আবেদন।


Education Loan Information:

Calculate Education Loan EMI