কলকাতা: আজ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা (Lok Sabha Elections Result 2024)। চলছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী কলকাতা উত্তর কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে রয়েছেন বিজেপির তাপস রায়। তবুও আত্মবিশ্বাসের সুর তাঁর গলায়।
ভোট গণনা পর্বে কী বললেন তাপস রায়?
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। তাঁর বিপক্ষে ওই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে চা নিয়ে মোটেই ভাবিত নন তাপস রায়। এদিন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী বলেন, "একশো শতাংশ আশাবাদী। মানুষের সঙ্গে ছিলাম আছি, থাকব। পোস্টাল শুরু হয়েছে। একইসঙ্গে ইভিএমও কাউন্টিং শুরু হয়েছে। কোনও মিস ম্যানেজমেন্ট হওয়া উচিত নয়। ইচ্ছাকৃত কোনও ভুল যাঁরা গণনায় রয়েছেন তাঁরা যেন না করেন। রাজ্য পুলিশ তো ভেতরে ঢুকতে পারে না। যদি থাকে আমি আপত্তি করব। আসমুদ্রহিমাচল ৪০০ পারের কথা বলছেন।''
গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছিল। আর ৬ মার্চ অর্থাৎ তার দশ দিন পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। তার আগে বরানগর বিধায়কের পদ থেকে ইস্তফা দেন তিনি। প্রায় ২৩ বছরের সম্পর্ক ছিন্ন করেন ঘাসফুল শিবিরের সঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
আর বিজেপিতে যোগ দেওয়ার আগে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিস্ফোরক অভিযোগ তোলেন তাপস রায়। তিনি অভিযোগ করেন, 'তৃণমূলের খাচ্ছে-পরছে কিন্তু আসলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় একই দোষে দুষ্ট। উত্তর কলকাতায় এবার প্রার্থী হলে গোহারা হারবে।' তৃণমূলে থাকাকালীন ইডি তল্লাশি চালায় তাপস রায়ের বাড়িতে। তা নিয়েও সুদীপ বন্দ্যোপাধ্যায় দায়ী বলে অভিযোগ করেছিলেন তিনি।। তাপস রায় বলেন, "দলের (তৃণমূলের) লোকসভা-রাজ্যসভা সব মিলিয়ে অন্তত ৪০জন বলেছে। ইডির কয়েকজনের সঙ্গে ওঁর ব্যক্তিগত সম্পর্ক আছে তাদের দিয়ে করিয়েছে। উত্তর কলকাতায় প্রার্থী হিসাবে আমার নাম উঠে আসছে বলে এগুলো করছে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে পোর্টাল খুলল রাজভবন