কলকাতা,   প্রকাশ সিনহা,  :  পয়লা জুন, সপ্তম দফার নির্বাচনে (WB Lok Sabha Election 2024 Phase 7 ) ভোট দিচ্ছে উত্তর কলকাতার লোকসভার ভোটাররা। উত্তর কলকাতায় এবার ত্রিমুখী লড়াই। বিজেপির ( BJP ) হয়ে এবার ময়দানে তাপস রায়। উত্তর কলকাতার ( Kolkata North )  কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। তৃণমূলের হয়ে ময়দানে বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

  


কলকাতা উত্তর


ভোট ঘোষণা থেকে উত্তর কলকাতা হাইভোল্টেজ কেন্দ্র। অধুনা বিজেপি প্রার্থী ছিলেন তৃণমূলের বিধায়ক। ভোটের আগি বিধায়ক পদ ছেড়ে , দল ছেড়ে গেরুয়া শিবিরে আসেন তাপস । আর বিজেপির থেকে টিকিট পেয়েই তিনি এবার দিল্লির দরবারে যাওয়ার লড়াইয়ে । ইদানীং কালে বারবার তৃণমূল কর্মীদের বাধার সম্মুখীন হন তাপস রায়। ভোটের সকালেও বেলেঘাটায় তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। বেলেঘাটা মেন রোডের জওহর হিন্দি বিদ্যালয়ে বুথে গেলে তাঁর উদ্দেশে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তাঁদের যুক্তি, এখানে শান্তিতে ভোট হচ্ছে, কেন এসেছেন তাপস রায়? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। গাড়ি ঘুরিয়ে চলে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী।


অন্যদিকে কাশীপুরে ৫৭ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বুথে যেতেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ধাক্কাধাক্কিও হয়। বিজেপির অভিযোগ, রাত থেকেই হুমকি দিচ্ছিল তৃণমূল। সকালে এই নিয়ে গন্ডগোল বাধে। তাপস রায় যেতেই সেখানে হাজির হন তৃণমূল কর্মীরা। কাশীপুর থানার OC-কে ফোন করেন তাপস রায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। 


তাপস রায়ের খাস তালুক আমহার্স্ট স্ট্রিটে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যুক্তি ছিল, সই মিলছে না কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস রায়ের। পরে এজেন্টকে নিয়ে গিয়ে বুথে বসান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। 


কলকাতা দক্ষিণ 


কলকাতা দক্ষিণে ( Kolkata South ) নজরে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, বাম প্রার্থী সায়রা শাহ হালিম, তৃণমূল কংগ্রেসের মালা রায়ের লড়াই। এদিন, পিকনিক গার্ডেনে ২৬৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট ধরেন  সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।  তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ করেন।  অন্যদিকে  সরশুনার সোনালি পার্কে আক্রান্ত হন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের বাগপোতা GSFP স্কুলের ২৬৪ ও ২৬৫ নম্বর বুথে ভোটদানে বাধার অভিযোগ পেয়ে সেখানে যেতেই কৌস্তভের ওপর হামলা, মারধর, তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। 

অন্যদিকে বেহালার রবীন্দ্রনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মত্ত অবস্থায় পথচারীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এরপর রাতভর স্থানীয় বাসিন্দারাই পাহারা দিলেন মহিলা পরিচালিত এই বুথ। 


আরও পড়ুন :


দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের রেজাল্ট? EXIT POLL কোথায় কখন দেখবেন?