কলকাতা: সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়েছে যেখানে তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে মোবাইল রিচার্জ পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার এই পোস্ট সম্পূর্ণ ভুয়ো বলে জানান হল কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের পক্ষ থেকে। 


কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের ডিসিপি-র পক্ষে থেকে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে," http://westbengalfreerecharge.blogspot.com নামের একটি লিঙ্ক অনেকেই হয়তো পেয়ে থাকবেন। লিঙ্কে ক্লিক করলে বিনামূল্যে মোবাইল রিচার্জ করার প্রলোভন সমেত। বলা বাহুল্য, এটি সাইবার জালিয়াতদের কাজ। এই লিঙ্কে ক্লিক করলে আর্থিক ক্ষতির সম্পূর্ণ সম্ভাবনা। সতর্ক থাকুন। এই মেসেজ ছড়াচ্ছে যে সব প্রতারক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা।"


 






আরও পড়ুন: Hiranmoy Chattopadhyay: ঘাটালের বিজেপি কর্মীদের বাঁচাতে ফেসবুকে পোস্ট হিরণের, নাম না করে দেবের কাছে আবেদন


হোয়াটসঅ্যাপে যে মেসেজটি ছড়িয়ে পড়েছে তাতে লেখা রয়েছে, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্বে সমস্ত পশ্চিমবঙ্ ব্যবহারকারীদের জন্য 239 এর 28 দিনটি রিচার্জ ফ্রি এর জন্য অপেক্ষা করছেি 2024 আরও বেশি সংখ্যক লোক নির্বাচনে TMC ভোট দিতে পারে এবং বারবার TMC সরকার গঠিত হতে পারে। আমিও এ থেকে শিক্ষা নিয়েছি 28 দিনের Recharge হয়ে গেছে, আপনিও এখন নিচেন লিঙ্কে ক্লিক করে এটি করতে পারেন। 28 দিনের (Free Recharge গ্রহণ করুন (Last Date-29 Oct. 2024)।"  


প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজটি ছড়িয়ে পড়তে শুরু করে। যার ফলে শোরগোল তৈরি হয় রাজনৈতিক মহলে। কেউ কেউ অভিযোগ করতে থাকে, এইভাবে প্ললোভন দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসকদল। মানুষকে বোকা বানিয়ে জিততে চাইছে নির্বাচনে। যদিও বেশিরভাগ মানুষই এই ধরনের পোস্টকে গুরুত্ব দেননি ভিত্তিহীন বলে। কারণ শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও আগে এই ধরনের মেসেজ ভাইরাল হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। ফলে এই ধরনের মেসেজ যে সম্পূর্ণ ভুয়ো তা সম্পর্কে অনেকেই সচেতন রয়েছেন। কলকাতা পুলিশের পোস্টের পরে তা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Loksabha Elections 2024: ভোটে হেরে দলের বিরুদ্ধে তোপ দিলীপ ঘোষের, অনুপম হাজরার পোস্ট নিয়ে সাফাই বঙ্গ বিজেপির