কলকাতা: লোকসভা ভোটে (Loksabha Elections 2024) হেরে দলের বিরুদ্ধে তোপ দাগলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও বর্ধমান-দুর্গাপুরের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ (BJP leader Dilip Ghosh)। সরকার গঠনের জন্য এনডিএ-তে যে শরিকি চাপ বাড়ছে তা নিয়েও দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেন তিনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের হার প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। তাঁর হারের পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একরাশ ক্ষোভ উগরে দিয়ে দিলীপ ঘোষ বলেন, "দল বর্ধমান-দুর্গাপুর আসনে জিততে পাঠিয়ে ছিল না হারতে তা জানি না। কেন মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুরে পাঠানো হয়েছিল। এর পিছনে কোনও ষড়যন্ত্র ছিল কিনা জানি না। কোনও ষড়যন্ত্র থাকতেই পারে। মেদিনীপুরে ১ লক্ষ ভোটে জেতার পরিস্থিতি ছিল। সেখান থেকে কেন বর্ধমান-দুর্গাপুরে সরানো হল তা জানি না। দলের নির্দেশে বর্ধমান-দুর্গাপুর আসনে লড়াই করতে যাই। কিন্তু, ওখানে পিছন থেকে কাঠিবাজির জন্য জিততে পারিনি। আসলে সংগঠন এখন শক্তিশালী হয়নি। সংগঠনের দুর্বলতার জন্যই হারতে হয়েছে।"
এনডিএর বৈঠকে শরিকি চাপের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। সরকার গঠনে সমর্থনের জন্য নরেন্দ্র মোদির কাছে টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে দাবি জানাচ্ছেন তা নিয়ে বলেন, "হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে।"
এদিকে বুধবারের পর ফের বৃহস্পতিবারও ফেসবুকে পোস্ট করে দলের বিরুদ্ধে তোপ দাগেন অনুপম হাজরা। বৃহস্পতিবার দুপুরে তিনি লেখেন, যাক অন্তত এটা দেখে ভালো লাগলো যে বঙ্গ-বিজেপিতে হাতে গোনা হলেও কিছু মানুষ আছেন, যারা নিজেদের অসফলতার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন !!! আর রাজ্যের দায়িত্ব থাকা এমন কিছু বেহায়া আছে যারা জেলায়-জেলায় কাজের মানুষের জায়গায়, নিজের কাছের অযোগ্য দুর্নীতিগ্রস্ত মানুষজনকে বসিয়ে বঙ্গ বিজেপির সংগঠনকে শেষ করে দিয়ে, অধিকাংশ পুরনো সৎ বিজেপি কর্মীদের কোন-ঠাসা করে রেখে -- বছরের পর বছর (সেই ২০২১ থেকে দেখছি) পদ আগলে বসে রয়েছে । কারণ পদ না থাকলে তো "সবুজ গান্ধী" পকেটে ঢুকবে না !!! সাত-আট মাস আগে প্রচেষ্টা করেছিলাম পুরনো কোণঠাসা মানুষগুলোকে লড়াইয়ের ময়দানে নামানোর, তখন এই বেহায়াদের খুব গায়ে লেগেছিলো !!! পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের এই ভয়ংকর ভরাডুবির পর এই সেটিং-বাজ বেহায়াদের উচিত, immediately পদত্যাগ করে যে সমস্ত কর্মীদের বছরের পর বছর তারা কোণঠাসা করে বসিয়ে রেখেছে, তাদের পা ধরে ক্ষমা চাওয়া !!!
সোশ্যাল মিডিয়াতে তাঁর এই পোস্টকে ঘিরে শোরগোল তৈরি হতেই নড়চড়ে বসে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিকেলে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অনুপম হাজরার দাবি সম্পর্কে জানানো হয়, মিথ্যাচার থেকে দূরে থাকুন। সেই সঙ্গে বিজেপি বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা নিজের পদত্যাগের বিষয়ে দলের রাজ্য নেতৃত্ব ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে যে চিঠি দিয়েছেন সেটিও পোস্ট করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nandigram News: নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত বাড়ির মালিক সহ ২