নয়াদিল্লি: বুধবার রাতে শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরী খানের (Gauri Khan) প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর (Red Chillies Entertainment) তরফে একটি বিবৃতি জারি করা হয়, যেখানে 'প্রতারণামূলক কাজের সুযোগ'-এর ('Fraudulent') বিরুদ্ধে সাবধান করা হয়। অনলাইনে এই সংস্থায় কাজের সুযোগ দেওয়ার কিছু নোটিস ঘুরছে বলে অভিযোগ, তা নজরে পড়তেই সাবধানবাণী সংস্থার অফিসিয়াল হ্যান্ডলে। 


'চাকরির নামে প্রতারণার ছক', সাবধান করল শাহরুখ-গৌরীর সংস্থা


এদিন যে নোটিস পোস্ট করা হয়েছে সেখানে ক্যাপশনে লেখা হয়, 'রেড চিলিজ এন্টারটেনমেন্টের তরফে গুরুত্বপূর্ণ নোটিস।' নোটিসে স্পষ্ট লেখা হয়, 'আমাদের নজরে এসেছে যে কিছু প্রতারণামূলক অফার হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে, বিশেষত হোয়াটসঅ্যাপে, যেগুলো রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হচ্ছে।'


সেই সঙ্গে আরও লেখা হয়, 'আমরা স্পষ্ট করে দিতে চাই যে রেড চিলিজ এন্টারটেনমেন্ট হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করা বা কর্মী নিয়োগ করা বা কোনও ধরনের সুযোগ প্রদান করে না।'


 






আরও পড়ুন: Bigg Boss OTT: আসছে 'বিগ বস OTT'-র তৃতীয় সিজন, সঞ্চালনায় অনিল কপূর, কবে কোথায় দেখবেন?


এছাড়াও প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় যে 'সত্যি সুযোগ' তৈরি হলে তা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই একমাত্র ছড়িয়ে দেওয়া হবে। 'সত্যিকারের সুযোগ আমাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই একমাত্র ছড়িয়ে দেওয়া হয়।'              


একই ধরনের ঘটনা ঘটে এপ্রিলের মাঝামাঝি অক্ষয় কুমারের সংস্থার সঙ্গেও। 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' মুক্তির আবহে অক্ষয় কুমারের (Akshay Kumar) প্রযোজনা সংস্থায় (Production House) চাকরির নাম করে প্রতারণার চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনায় মুম্বইয়ের জুহু পুলিশ আটক করে ১ অভিযুক্তকে। তাঁর প্রযোজনা সংস্থা এক ভুয়ো কাস্টিং এজেন্টের দ্বারা প্রতারণার শিকার হয়। সূত্র মারফত খবর মেলে, ওই কনম্যানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।