ঝাড়গ্রাম: লোকসভা নির্বাচনের প্রচারে আবারও বঙ্গসফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদি রাজ্যে থাকাকালীনই বিজেপি-র পুরনো সৈনিক যোগ দিলেন তৃণমূলে। জঙ্গলমহলে মোদির সভা চলাকালীনই নয়াগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কুনার হেমব্রম (Kunar Hembram)। লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে গত মার্চ মাসেই বিজেপি ছেড়েছিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার। মোদির সফর চলাকালীন এবার জোড়াফুল শিবিরে যোগ দিলেন। 


ঝাড়গ্রামের নয়াগ্রামে রবিবার কালীপদ সরেনের সমর্থনে প্রচার করতে যান অভিষেক। আর সেই মঞ্চেই অভিষেকের হাত থেকে জোড়াফুল পতাকা হাতে তুলে নিন কুনার। আগেই যদিও বিজেপি ছেড়েছিলেন কুনার, কিন্তু তিনি তৃণমূলে যোগ দেওয়ায় জোর ধাক্কা খেল বিজেপি। কারণ কুনার জানিয়েছেন, বিজেপি আদিবাসী বিরোধী। আদিবাসীদের জন্য় একটুও ভাবিত নয় তারা। 


শুধু তাই নয়, তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কুনার জানান, আদিবাসীদের বিরোধিতা করে বিজেপি। তারা যে অভিন্ন দেওয়ানি বিধি আনতে চলেছে, তাতে আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন কুনারকে দলে স্বাগত জানান অভিষেক। আগামী দিনে তৃণমূলে কোন ভূমিকায় দেখা যাবে কুনারকে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 


আরও পড়ুন: Narendra Modi: 'এমন সাজা দিতে হবে, যাতে সাধুদের অপমানের সাহস না পায়', মমতাকে পাল্টা বার্তা মোদির


আগামী ২৫ মে ভোটগ্রহণ ঝাড়গ্রামে, তার আগে কুনারের তৃণমূলে যোগদান ঘিরে জেলা বিজেপি-তে যথেষ্টই অস্বস্তি তৈরি হয়েছে। কিন্তু রাজ্যের নেতৃত্ব বিষয়টিকে আমল দিতে নারাজ। তাই রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "বিজেপি একটি সংগঠিত রাজনৈতিক দল। দল থেকে একজন চলে যাওয়ার অর্থ একটাই ভোট কমে যাওয়া। বিজেপি কোনও ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়। এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে আজকাল। এতে ফলাফলে কোনও প্রভাব পড়বে না, জঙ্গলমহলের সবক'টি আসনেই এবার বিজেপি জিতবে।"


ঝাড়গ্রামে এবার প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি। এর পরই বিজেপি ছাড়েন কুনার। টিকিট না পেয়েই কি এই পথে এগোলেন তিনি? শমীকের জবাব, "ওঁর ব্যক্তিগত বিষয় পুরোটাই। টিকিট পেতেই হবে এমন দস্তখত দিয়ে কাউকে দলে যোগ দেওয়ানো হয় না। দল এমন কিছু বলে না, কেউ এমন শর্ত দিয়েও যোগ দেন না দলে। দলের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত।"


সবিস্তার আসছে