নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে চলেছে আগামীকাল থেকে। আর তার আগের দিনই নিজেদের একমাত্র প্রস্তুতি ম্য়াচ খেলতে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আজ বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্য়াচ রোহিতদের। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডয়া। তার আগে নিজেদের টিম কম্বিনেশন তৈরি করে নেওয়ার এই সুযোগ রয়েছে ভারতীয় দল ও ম্য়ানেজমেন্টের কাছে। তার আগে দেখে নিন আজকের ম্য়াচ কখন, কীভাবে দেখবেন।
কাদের ম্যাচ?
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্য়াচে ভারত-বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে
ম্য়াচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ টায়
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
গত ২৬ মে নিউ ইয়র্কে পা রেখেছিল টিম ইন্ডিয়া। কিছু প্র্য়াক্টিস সেশনের পরই মাঠে নামতে চলেছে ভারতীয় শিবির। বিরাট কোহলি শেষ ব্যক্তি হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভারতীয় দল নিউ ইয়র্কের যে মাঠে অনুশীলন সারছিল, সেখানকার পরিকাঠামো ও পরিবেশ নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না টিম ম্য়ানেজমেন্ট কোচ ও অধিনায়ক। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম প্রস্তুতি ম্য়াচ যুক্তরাষ্ট্রে বিরুদ্ধে ছিল। সেই ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তাছাড়া টাইগারদের সাম্প্রতিক পারফরম্য়ান্স ভীষণই খারাপ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হারতে হয়েছে শাকিবদের।
বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি মহারণে অবশ্যই একপেশে লড়াইয়ে এগিয়ে আছে ভারতীয় দল। এখনও পর্যন্ত ১৩ বারের সাক্ষাতে ১২ বার জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে অনেকগুলো মহারণ হয়েছে যেখানে বাংলাদেশ শিবির বেশ ভালই টেক্কা দিয়েছে ভারতকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সহজ জয়ের ম্য়াচও শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে ধোনির ভারত। যেখানে ১ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।