প্রদ্যোৎ সরকার, চাপড়া: ক্রমশ এগিয়ে আসছে লোকসভা নির্বাচনের দিন (Lok Sabha Election 2024)। রাজনৈতিক দলগুলির প্রার্থী ও নেতা-নেত্রীরা যখন নিজেদের প্রচারে ব্যস্ত তখন চুপ করে বসে নেই ভোটগ্রহণের কাজে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকরাও। একদিকে যখন বাড়ি বাড়ি গিয়ে বা অন্য উপায়ে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তখন ভোটগ্রহণের প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ভোট কেন্দ্রগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা।
আরও পড়ুন: Calcutta High Court: আরও একটি মামলায় হাইকোর্টের ক্ষোভের মুখে পুলিশ! ওসিকে শোকজ
শুক্রবার সাত সকালে যেমন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের (Krishnanagar lok sabha constituency) অন্তর্গত চাপড়া বিধানসভার ভারত-বাংলাদেশ (India-Bangladesh border area) সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামে পৌঁছে গেলেন নদিয়ার (Nadia) জেলাশাসক এস অরুণ প্রসাদ। এখানকার হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন স্থানীয় এলাকার বাসিন্দা। এই গ্রামের শেষ প্রান্তে থাকা খাল পাড় হলেই ওপারে বাংলাদেশ। এ
শুক্রবার সকালে হঠাৎ ওই এলাকায় হাজির হন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সাতসকালে তাঁদের দেখে হতবাক এলাকাবাসী। নিশু ক্রবার সকালে হঠাৎ ওই এলাকায় হাজির হন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সাতসকালে তাঁদের দেখে হতবাক এলাকাবাসী। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে জেলাশাসক গ্রামবাসীদের সমস্যার কথা জানতে চান এবং সবাইকে ভোটদানে উৎসাহিত করেন।
সীমান্ত এলাকায় বসবাস করার জন্য অনেক সমস্যা ভোগ করতে হয় এলাকাবাসীকে। জেলাশাসককে হাতের কাছে পেয়ে সেই সব সমস্যার কথা তুলে ধরে গ্রামবাসীরা। তাঁদের দাবি, এর আগে কোনও জেলাশাসক তাঁদের গ্রামে পা রাখেননি। তাই নদিয়ার বর্তমান জেলাশাসক তাঁদের গ্রামে গিয়ে এলাকার সমস্যার কথা শোনায় অত্যন্ত খুশি তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে ভোটগ্রহণের সময় সন্ত্রাস ও ভোট লুটের অভিযোগ উঠেছে বহুবার। এই সমস্ত ক্ষেত্রে মূলত শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তোলে বিরোধীরা। এবার তাই ভোটের আগে থেকেই বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রগুলির প্রস্তুতি খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাইছে প্রশাসন। নদিয়ার জেলাশাসকের সারপ্রাইজ ভিজিট তার একটি উদাহরণ।
আরও পড়ুন: Mamata Banerjee: সিনেমায় নামা উচিত, আত্মপ্রচার করতে ভালবাসেন প্রধানমন্ত্রী : মমতা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।