লখনউ: শত্রুঘ্ন সিনহার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের পর এবার সমাজবাদী পার্টিতে (সপা) সামিল হলেন তাঁর স্ত্রী পুনম সিনহা। সপা-র তরফে ট্যুইট করে বলা হয়েছে, লখনউয়ে দলীয় নেত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে দলে সামিল হয়েছেন পুনম সিনহা। কনৌজের সপা সাংসদ তথা দলের প্রধান অখিলেশ সিংহ যাদবের স্ত্রী ডিম্পলের সামনে শত্রুঘ্ন-পত্নীর দলে যোগদানের ছবিও ট্যুইট করেছে সপা। দলীয় সূত্রের খবর, পুনমকে লখনউ লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি প্রার্থী রাজনাথ সিংহের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে। রাজনাথ শুক্রবার লখনউয়ে মনোনয়ন পেশ করেছেন। ৬ মে লখনউয়ে ভোটগ্রহণ।



প্রসঙ্গত, প্রাক্তন বলিউড তারকা শত্রুঘ্নকে পটনাসাহিবে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।