পুলওয়ামা হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের পরিবারকে এক কোটি টাকা দিচ্ছেন লতা মঙ্গেশকর
Web Desk, ABP Ananda | 16 Apr 2019 02:15 PM (IST)
আদিনাথ মঙ্গেশকর জানিয়েছেন, ‘ভারত কে বীর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই টাকা দেবেন লতা।
মুম্বই: পুলওয়ামা জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের পরিবারকে এক কোটি টাকা দিচ্ছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর জানিয়েছেন, ‘ভারত কে বীর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই টাকা দেবেন লতা। এছাড়া কাশ্মীরে নিহত বিএসএফ জওয়ানদের পরিবারের জন্য অতিরিক্ত ১১ লক্ষ টাকা দেবেন মঙ্গেশকর পরিবারের লোকজন ও তাঁদের বন্ধুরা। মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে নিহত সেনা জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আদিনাথ। তিনি আরও জানিয়েছেন, এবার নৃত্যশিল্পী সুচেতা ভিড়ে-চাপেকর, চিত্রনাট্যকার সেলিম খান, তাঁর স্ত্রী হেলেন, পরিচালক মধুর ভাণ্ডারকরকে সম্মানিত করা হবে।