নয়াদিল্লি: সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে এফআইআর। সিপিএমের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হরিদ্বারে এফআইআর দায়ের করলেন যোগগুরু রামদেব। অভিযোগ, রামায়ণ ও মহাভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সীতারাম ইয়েচুরি এবং ওই মন্তব্য হিন্দুদের ভাবাবেগকে আঘাত করেছে।


শুক্রবার বিজেপি ও আরএসএস-কে আক্রমণ করতে গিয়ে সীতারাম ইয়েচুরি  বলেন, রামায়ণ ও মহাভারত হিংসায় ভরা। সঙ্গে আরও যোগ করেন, “হিন্দুরা হিংসায় জড়াবে না, এটা একেবারেই অমূলক ভাবনা”। সিপিএম নেতার এই বক্তব্যের কড়া নিন্দা করে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ প্রতিক্রিয়া দেন, হিন্দুরা খুবই শান্তিপ্রিয়, এমন বক্তব্যের জন্য ইয়েচুরির ক্ষমা চাওয়া উচিত। তিনি বলনে, “হিন্দুরা গাছে জল দেয়, সাপকে দুধ খাওয়ায় এবং একই সঙ্গে প্রয়োজনে অসুরও বধ করতে পারে।” শিবসেনা নেতা সঞ্জয় রাউত তো আরও একধাপ এগিয়ে গিয়ে বলেন ইয়েচুরির (সীতারাম) তাঁর নাম বর্জন করা উচিত।