মুম্বই: নরেন্দ্র মোদির বায়োপিক নিয়ে কটাক্ষ উর্মিলা মাতোন্ডকরের। মুম্বই উত্তরের কংগ্রেস প্রার্থী বলেছেন, ৫৬ ইঞ্চি বুকের ছাতির দাবিদার প্রধানমন্ত্রী যে কোনও প্রতিশ্রুতি পূরণেই ব্যর্থ। তাই তাঁর ওপর বায়োপিক হাস্যকর, মজা ছাড়া কিছু নয়। তাঁর জীবনের ওপর তৈরি ছবি গণতন্ত্র, দারিদ্র্য, ক্ষতি হয়ে যাওয়া ভারতের বৈচিত্র্যের প্রহসন। মুম্বই মারাঠি পত্রকার সঙ্ঘে সাংবাদিকদের বলিউড অভিনেত্রী বলেন, বরং ওনাকে নিয়ে, ওনার বাস্তবায়িত না হওয়া প্রতিশ্রুতিগুলি নিয়ে একটা কমেডি ছবি তৈরি হওয়া উচিত।
১১ এপ্রিল মুক্তির আগেই ভোটপর্ব চলাকালে বিবেক ওবেরয় অভিনীত মোদির বায়োপিক প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে নির্বাচন কমিশন। রঙ্গিলা- খ্যাত অভিনেত্রী বলেন, গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী গত ৫ বছরে একটাও সাংবাদিক সম্মেলন করেননি, এর চেয়ে খারাপ আর কী হতে পারে।
পাশাপাশি তিনি ব্যক্তিগত ভাবে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সভাপতি রাজ ঠাকরের ভূমিপুত্র তত্ত্ব সমর্থন করেন, এতে কোনও ভুল নেই মনে করেন বলেও জানান উর্মিলা। বলেন, ব্যক্তিগত স্তরে মারাঠি ইস্যু পুরোপুরি সমর্থন করি, সবসময় করবও। আমায় সমর্থন করায় রাজের প্রতি কৃতজ্ঞও। কিন্তু এও বলতে চাই, যে কেন্দ্রে লড়ছি, সেটা মিনি ভারত, দেশের সব জায়গা থেকে লোকে এখানে আসে, থাকে। আমি প্রত্যেকের সমর্থন চাই, কারণ সকলেরই সঠিক প্রতিনিধিত্ব করতে পারব বলে মনে করি।
তাঁকে, তাঁর পরিবারকে সোস্যাল মিডিয়ায় ব্যঙ্গবিদ্রূপ, যৌনগন্ধী মন্তব্য, ট্রোল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের ব্যক্তিগত আক্রমণ আমায় আরও শক্ত করেছে, মন্তব্য করেন উর্মিলা।