জম্মুর উধমপুরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র সিংহ ৩.৫৭ লক্ষ ভোটে জিতেছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে হারিয়ে। বিক্রমাদিত্য জম্মু ও কাশ্মীরের শেষ রাজা করণ সিংহের পুত্র। এ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে এটাই সবচেয়ে বড় ব্যবধানে কোনও প্রার্থীর জয়। জিতেন্দ্র ৬১.৩৮ শতাংশ ভোট। ২০১৪-য় জিতেন্দ্র হারিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে।
এছাড়া জম্মু আসনে কংগ্রেসের রমন ভাল্লাকে ৩ লক্ষের বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির যুগল কিশোর। লাদাখে নির্দল প্রার্থী, সাংবাদিক-রাজনীতিক সাজ্জাদ হুসেনকে ১০ হাজারের বেশি ভোটে হারিয়েছেন বিজেপির জে টি নামগিয়াল।
৮৩ বছর বয়সি ফারুক ১০৬৭৫০ ভোট পেয়ে ৭০ হাজারের বেশি ভোটে জিতেছেন পিডিপির আগা সঈদ মহসিনকে হারিয়ে। ১৯৮০, ২০০৯, ২০১৭-র পর চতুর্থবার সাংসদ নির্বাচিত হলেন ফারুক।
কংগ্রেসকে খালি হাতেই ফেরাল জম্মু ও কাশ্মীর। বিজেপি-বিরোধী ভোট একজোট করতে জম্মু , উধমপুরে এনসি, পিডিপি প্রার্থী না দেওয়া সত্ত্বেও কংগ্রেস জেতেনি কোথাও। উত্তর কাশ্মীরের বারামুল্লায় এনসি প্রার্থী মহম্মদ আকবর লোন পিপলস কনফারেন্সের রাজা আইজাজ আলিকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। এই কেন্দ্রে পিডিপি, কংগ্রেস যথাক্রমে চার ও পাঁচ নম্বরে রয়েছে।
২০১৪-য় বিজেপি জম্মুতে দুটি, লাদাখে একটি, মোট তিনটি আসন পেয়েছিল। কাশ্মীর উপত্যকার তিনটি আসনই পায় পিডিপি।