দুবাই: রাখে হরি মারে কে? দুবাইয়ে বসবাসকারী প্রবাসী ভারতীয় এলিজার জন্য এই কথাটাই প্রযোজ্য। বছর ছয় আগে এই মেয়েই লটারিতে জিতেছিল বিলাসবহুল গাড়ি। এবার সেই এলিজাই জিতে নিল এক মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি টাকার কাছাকাছি।


দিন কয়েক আগেই বছর নয়ের মেয়ে এলিজার নামে দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনিয়ার লটারির একটি টিকিট কিনেছিলেন আরব আমির শাহিতে বসবাসকারী মুম্বইয়ের ব্যবসায়ী। মঙ্গলবার লটারি ড্র-এর রেজাল্ট হাতে পেতেই খুশিতে আত্মহারা সেই ব্যবসায়ী। লাকি নম্বর নাইন, সেই নয় নম্বরই তাঁর ঘরে ‘লক্ষ্মী’ এনে দিল। ০৩৩৩, ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনিয়ার লটারির এই টিকিটেই কোটিপতি হলেন তিনি। সৌজন্য তাঁর মেয়ে এলিজা এম। ২০১৩ সালের জানুয়ারিতেই বিলাসবহুল গাড়ি ম্যাকলারেন কুপ জিতেছিল এলিজা। এবার সেই মেয়েই ৬ কোটি ৯৪ লাখ (এক মিলিয়ন মার্কিন ডলার) টাকা লটারিতে জিতে তাক লাগিয়ে দিল। এলিজা ১৪০তম ভারতীয়, যে কিনা দুবাইয়ের মিলেনিয়াম মিলিওনিয়ার লটারিতে মিলিয়ন ডলার জিতল। উল্লেখ্য, এই লটারি শুরু হয়েছিল ১৯৯৯ সালে। চলতি বছরে যার বয়স দাঁড়াল ২০ বছরে।


এলিজার বাবা বলছেন,  ইউএসডি ওয়ান মিলিয়নের ৪৩ সিরিজের লটারির টিকিট কিনেছিলেন তিনি। সেই টিকিট সবসময়ই তাঁর কাছে থাকত। ডাবল ও মাল্টি মিলিওনিয়ার প্রোমোশনসেও টিকিট কিনেছেন তিনি। এবার তিনি লটারির টিকিট কিনেছিলেন এলিজার নামে। প্রসঙ্গত, এলিজা ছাড়াও এই লটারি থেকে মোটরবাইক জিতে নিয়েছেন মহম্মদ হানিফ নামের ২৩ বছরের যুবক। তিনি জিতেছেন ভারতীয় স্কাউট ববার মোটরবাইক। হানিফ এখন শারজায় কর্মরত।