চন্ডীগড়: কিরণ খেরকে নোটিস জাতীয় নির্বাচন কমিশনের। বিজেপির চন্ডীগড় লোকসভা কেন্দ্রের প্রার্থী ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন যাতে বাচ্চাদের তাঁর হয়ে প্রচার চালাতে দেখা যাচ্ছে। এর জেরেই তাঁকে নোটিস দিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব চেয়েছে কমিশন। কিরণ অবশ্য জবাবে এটা ‘ভুল’ হয়েছে বলে স্বীকার করেও বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিত ছিল না তা।
অভিনেত্রী-এমপিকে পাঠানো ৩ মে-র নোটিসে কমিশন বলে, আপনি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে, বাচ্চাদের দিয়ে ‘ভোট ফর কিরণ খের’, ‘অব কি বার মোদি সরকার’ স্লোগান দেওয়ানো হচ্ছে। ২০১৭-র জানুয়ারি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন জাতীয় নির্বাচন কমিশনকে বলেছিল, কমিশন কর্তারা বা রাজনৈতিক দলগুলি যাতে শিশুদের ভোটের কোনও কাজে না লাগায়, সেটা সুনিশ্চিত করতে হবে। তারপর কমিশনও নির্দেশ দেয়, সব রাজনৈতিক দল ও নির্বাচন সংক্রান্ত অফিসাররা নিশ্চিত করুন যে, শিশুদের কোনও ভোটের কাজে লাগানো হবে না।
কিরণের কমিশনকে পাঠানো জবাবে বলা হয়েছে, কিছু দলীয় কর্মী ভিডিওটি পাঠিয়েছেন, আমার সোস্যাল মিডিয়া টিম সেটা শেয়ার করে। কখনও কখনও অতি উত্সাহে, কাজের চাপে লোকে এমনটা করে, যা অন্যায়। বাচ্চাদের কখনই এজন্য ব্যবহার করা উচিত নয়। আমি এর সঙ্গে একমত, কোনও উদ্দেশ্য ছিল না এর পিছনে। এটা ভাল হয়নি, করা উচিত হয়নি।
চন্ডীগড় থেকে পুনর্নির্বাচনের জন্য লড়ছেন কিরণ। এবার তাঁর লড়াই কংগ্রেসের চারবারের সাংসদ পবন কুমার বনশল ও আমআদমি পার্টির হরমোহন ধবনের সঙ্গে।
‘ভোট ফর কিরণ খের’, ‘অব কি বার মোদি সরকার’ স্লোগান দেওয়ানো হচ্ছে বাচ্চাদের দিয়ে, নোটিস কমিশনের, 'ভুল' হয়েছে, মানলেন কিরণ
Web Desk, ABP Ananda
Updated at:
04 May 2019 08:17 PM (IST)
কিরণের কমিশনকে পাঠানো জবাবে বলা হয়েছে, কিছু দলীয় কর্মী ভিডিওটি পাঠিয়েছেন, আমার সোস্যাল মিডিয়া টিম সেটা শেয়ার করে। কখনও কখনও অতি উত্সাহে, কাজের চাপে লোকে এমনটা করে, যা অন্যায়। বাচ্চাদের কখনই এজন্য ব্যবহার করা উচিত নয়।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -