নয়াদিল্লি: বারাণসীতে প্রিয়ঙ্কা গাঁধী নন, অজয় রাইকে প্রার্থী করল কংগ্রেস। আগেই প্রিয়ঙ্কাকে পূর্ব উত্তরপ্রদেশের সাংগঠনিক ভার দিয়ে সাধারণ সম্পাদক করেছে কংগ্রেস। কয়েকদিন আগেই জল্পনা তৈরি হয়, বারাণসীতে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করতে পারেন প্রিয়ঙ্কা। তাঁকে এবার মন্দির শহরে প্রার্থীও করতে পারে কংগ্রেস। প্রিয়ঙ্কার মন্তব্যেই জল্পনার সূত্রপাত হয়েছিল। পরেও তিনি বলেছিলেন, রাহুল গাঁধী, দল বললে তিনি বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হবেন। গত সপ্তাহে কংগ্রেস সভাপতিকে বোনকে মোদির বিরুদ্ধে টিকিট দিচ্ছেন কিনা, জানতে চাওয়া হলে তিনিও বলেন, আপনাদের সাসপেন্সে রাখছি। সাসপেন্স সবসময় খারাপ নয়। আজ সব জল্পনার অবসান হল।
কংগ্রেস ২০১৪তেও বারাণসীতে অজয় রাইকে মোদির বিরুদ্ধে প্রার্থী করেছিল। কিন্তু তিনি ভোটের ফলে তিন নম্বরে ছিলেন, মোদি ও আপ সভাপতি অরবিন্দ ক কেজরীবালের পর।
গতকালও প্রিয়ঙ্কা নিশানা করেছিলেন মোদিকে। তাঁকে প্রধান প্রচারমন্ত্রী বলেছিলেন। ফতেপুর ও হামিরপুরে ভোটারদের বলেছিলেন, বিভেদমূলক, নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করুন, বিজেপিকে ভোটে শিক্ষা দিন।
এদিন কংগ্রেস গোরক্ষপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ভোজপুরী অভিনেতা রবি কিষানের বিরুদ্ধে প্রার্থী করেছে মধুসূদন তেওয়ারিকে।